রক এন্ড রোলের পথিকৃৎ লিটল রিচার্ডের মৃত্যু

0

রক এন্ড রোল সংগীত শিল্পী লিটল রিচার্ড ৮৭ বছর বয়সে মারা গেছেন বলে তার পরিবার নিশ্চিত করেছে। গতকাল যুক্তরাস্ট্রের টেনেসির টালাহোমায় নিজ বাড়িতে তিনি মারা যান। খবর বিবিসি।

তার মূল নাম রিচার্ড ওয়েন পেনিম্যান। ১৯৫৮ সালের টপ চার্টে স্থান পাওয়া এ শিল্পীর ‘গুড গলি মিস মলি’ গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ‘টুটি ফ্রুটি’ ও ‘লং টল স্যালি’ গান দুটিসহ তার অনেক গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

দ্য বিটলস, এল্টন জন ও এলভিস প্রিসলি মতো জনপ্রিয় ও বিখ্যাত গায়ক, ব্যান্ড- সবাই তাদের ওপর লিটল রিচার্ডের প্রভাবের কথা জানিয়েছেন।

১৯৮৬ সালে রক এন্ড রোলের হল অব ফেমে স্থান পাওয়া এ শিল্পী ১৯৩২ সালে জর্জিয়ায় জন্মগ্রহণ করেন।

প্রাণবন্ত গায়নভঙ্গী, চিৎকার, ভাঙা ভাঙা কণ্ঠ ও ফ্যাশনেবল পোশাকের জন্য পরিচিতি পাওয়া এ গায়ক ১৯৫০-র দশকে একজন হিট শিল্পী হিসেবে আভির্ভূত হন। বিশ্বব্যাপী তার তিন কোটিরও বেশি রেকর্ড বিক্রি হয়েছে।

রিচার্ডের মৃত্যুর খবর পাওয়ার পর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিটলসের সাবেক ড্রামার স্যার রিঙ্গো স্টার এক টুইটে বলেন, “লিটল রিচার্ড আমার সর্বকালের অন্যতম সংগীত আদর্শ।”

তার সংগীত ‘কালজয়ী’ হবে বলে মন্তব্য করেছেন বিচ বয়েসের ব্রায়ান উয়িলসন।

রিচার্ডের বেইস গিটারিস্ট চার্লস গ্লেন সেলিব্রেটি নিউজ ওয়েবসাইট টিএমজেডকে জানিয়েছেন, দুই মাস অসুস্থ থাকার পর তিনি মারা গেছেন। এ সময় তার ভাই, বোন ও ছেলে পাশে ছিলেন বলে জানিয়েছেন তিনি।

Share.