যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন-ট্রাম্প লড়াই নিশ্চিত

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের নভেম্বরে। এই নির্বাচনে দেশটির প্রধান দুই দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থী চূড়ান্ত হয়েছে। ফলে, আসন্ন নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লড়াই একপ্রকার নিশ্চিত। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

উভয় দলের প্রার্থীই চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয়সংখ্যক প্রতিনিধি ভোট পেয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিগত ৭০ বছরে এই প্রথম বর্তমান প্রেসিডেন্ট ও তাঁর আগের প্রেসিডেন্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার জন্য বাইডেনের সর্বনিম্ন ১৯৬৮ জন প্রতিনিধির ভোট প্রয়োজন ছিল। মঙ্গলবার শুরু হওয়া জর্জিয়া অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনেই সেই সমর্থন পেয়ে গেছেন তিনি। মার্কিন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এর বাইরে মিসিসিপি, ওয়াশিংটন, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড ও বিদেশে অবস্থানরত ডেমোক্র্যাট সমর্থকদের প্রতিনিধিদের ভোট গণনাও চলছে। 

Share.