যমুনা ব্যাংকের নতুন ডিএমডি ফজলে কাইয়ুম

0

জলে কাইয়ুম সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন।

তিনি ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ১৯৮২ সালে স্টেট ইউনিভাাির্সটি অব নিউইয়র্ক (সানি) থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

৩৬ বছর ধরে জনাব কাইয়ুম নানা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজমেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন এবং দক্ষতার সঙ্গে ক্রেডিট রিস্ক ব্যবস্থাপনা ও করপোরেট ব্যাংকিংয়ের দায়িত্ব পালন করেন।

১৯৮২ সালে তিনি এবি ব্যাংক লিমিটেডে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ২০১১ সালে তিনি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডে সিনিয়র ম্যানেজমেন্টের সদস্য হিসেবে যোগ দেন।

২০১৬ সালে তিনি বর্তমান প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডে যোগ দেন এবং করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংক ম্যানেজমেন্টের ওপর দেশ-বিদেশে অসংখ্য প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি ব্যাংকিং অপারেশন্স ও পরিচালন বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে।

Share.