নারী উদ্যোক্তাদের নেয়া এসএমই ঋণ সময়মতো ফেরত দিলে দুই শতাংশ প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক। এ প্রণোদনার এক শতাংশ পাবেন সংশ্লিষ্ট উদ্যোক্তা এবং বাকি এক শতাংশ দেয়া হবে ওই ব্যাংককে।
আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে প্রথমবারের মতো প্রণোদনার এ উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় মাত্র পাঁচ শতাংশ সুদের ঋণেও এ সুবিধা মিলবে। কোনোভাবে যেন এ সুবিধার অপব্যবহার করা না হয়, সেজন্য নিয়মিত তদারকি করবে বাংলাদেশ।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের মধ্যে মোট এসএমই ঋণের ১৫ শতাংশ নারীদের মাঝে বিতরণের লক্ষ্য রয়েছে, বর্তমানে যা রয়েছে চার শতাংশের মতো। এসএমই ঋণে নারীদের অংশ বাড়াতে নানা পদক্ষেপের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হলো। চলতি বছর ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিতরণকৃত ঋণের বিপরীতে এ সুবিধা দেয়া হবে।
বিতরণকৃত ঋণ যথাযথ ব্যবহারান্তে নির্ধারিত মেয়াদের মধ্যে সমন্বয় বা আদায় বা পরিশোধ করা হলে ব্যাংক ও গ্রাহক পর্যায়ের প্রত্যেককে মূলঋণের এক শতাংশ হারে সর্বমোট দুই শতাংশ প্রণোদনা সুবিধা দেয়া হবে। ঋণের মঞ্জুরি পত্রে প্রণোদনা সুবিধাদান-সংক্রান্ত বিষয়টির উল্লেখ থাকতে হবে। এ সুবিধার আওতায় ঋণ গ্রহণকারীর তথ্য ডেটাবেজে সংরক্ষণ করতে হবে। যেকোনো ঋণ সম্পূর্ণ সমন্বয় বা আদায় বা পরিশোধ হওয়া সাপেক্ষে এর বিপরীতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রণোদনা দাবি করতে পারবে।
প্রতি তিন মাস শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে যেসব ঋণ নির্ধারিত মেয়াদে পরিশোধ করা হয়েছে, তার বিপরীতে মহাব্যবস্থাপক, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগে প্রণোদনার জন্য আবেদন দাখিল করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ছকে প্রণোদনার হিসাব সংযুক্ত করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে যাচাই করে প্রণোদনা বাবদ প্রাপ্য অর্থ সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চলতি হিসাবে জমা হবে।
প্রণোদনার অর্থ বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট নারী উদ্যোক্তার প্রাপ্য অংশ গ্রাহকের নামে রক্ষিত ব্যাংক হিসাবে দেয়া হবে। তবে এ অর্থ দ্বারা কোনো ঋণ হিসাব সমন্বয় বা পরিশোধ করা যাবে না। দ্বৈবচয়ন ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে।
পরিদর্শনকালে কোনো অনিয়ম পাওয়া গেলে সে বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ♦