এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে স্বল্প মূলধনী মার্কেট বা স্মলক্যাপ থেকে অর্থ উত্তোলনের অনুমতি পেলো মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকালের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিটি ১০ টাকা মূলে এক কোটি ১০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিষ্ঠানটির উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
প্রতিষ্ঠানটি ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৯০ টাকা। লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট ও স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট।
তালিকাভুক্ত সিকিউরিটিজে যে সব বিনিয়োগকারীর বাজার মূল্যে বিনিয়োগের পরিমাণ এক কোটি টাকা বা তদুর্ধ্ব সে সব বিনিয়োগকারী কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে বিবেচিত হবেন।
এদিকে গতকালের সভায় আইএফআইসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
জানা গেছে, বন্ডটির কুপন হার সর্বনিম্ন ৭ দশমিক ৫০ শতাংশ, সর্বোচ্চ সিলিং ১০ দশমিক ৫০ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
এ বন্ডের ট্রাস্টি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। অ্যারেঞ্জার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
প্রসঙ্গত এটি কোনো পাবলিক অফার নয়, বাংলাদেশে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য কমিশন কর্তৃক অনুমোদিত কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও)। ♦