মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বিমার কিস্তি দেয়া যাবে নগদে

0

এখন থেকে ঘরে বসেই মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের যে কোনো ধরনের বিমার কিস্তি দেয়া যাবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে।

পাশাপাশি আগামীতে ‘নগদ’ অ্যাপের মাধ্যমে নির্বাচিত জীবন বিমা পলিসি কেনাও যাবে।

সম্প্রতি রাজধানীর মতিঝিলে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে নগদ লিমিটেড ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের পক্ষে উপস্থিত ছিলেন- চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী, বিজনেস সেলস বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, ব্যাংক, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বায়েজিদ, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স বিভাগের কি-অ্যাকাউন্ট ম্যানেজার তাপস আহমেদ। 

Share.