মুক্তি পাচ্ছেন মিয়ানমারের সু চি

0

মিয়ানমারের জান্তা সরকার দেশটির নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে মুক্তি দিয়ে রাজধানী নেপিদোয় তার বাড়িতে পাঠাতে পারে বলে দেশটির দুটি গণমাধ্যম জানিয়েছে।

এ খবরে স্বস্তি পেতে পারেন মিয়ানমারের গণতন্ত্রপন্থিরা।

জানা গেছে, কারাগার থেকে মুক্তি পেতে পারেন বন্দি নেত্রী। তার পরিবর্তে তাকে গৃহবন্দি করে রাখতে চলেছে মিয়ানমারের জান্তা সরকার। ইতোমধ্যে মোট ৩৩ বছরের কারাদণ্ড হয়েছে সুচির।

২০২১ সালে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে কারাগারে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই নেত্রী। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, ভোটে কারচুপির অভিযোগ আনা হয়। আগামী সপ্তাহে কারাগার থেকে তিনি বাড়িতে ফিরতে পারেন। 

Share.