এ দেশীয় খ্যাতনামা মিনিস্টার গ্রুপের হিউম্যান কেয়ারের মাসিক সভা স্বাস্থ্যবিধি মেনে গতকাল শনিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে মিনিস্টারের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের কর্ণধার এম এ রাজ্জাক খান রাজ।
আরো উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম এফসিএ, হিউম্যান কেয়ার ডিভিশনের পরিচালক সৈয়দ আবুল কাশেম রানা, ডেপুটি ডিরেক্টর দেবাশীষ কর্মকারসহ অন্যান্য বিভাগীয় প্রধান ও সারাদেশের বিক্রয় প্রতিনিধিরা।
অনুষ্ঠানে হিউম্যান কেয়ার ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পলিসি, প্রোডাক্ট ব্রিফিং ও বিক্রয় কৌশলসহ নানা বিষয়ের উপর বিশদ আলোকপাত করেন। তারা নতুন বিভাগ হিসেবে কিভাবে একে সমৃদ্ধ করা যায়, বিক্রয় পলিসি কেমন হবে, সেলস টার্গেট কেমন হবে, চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে হবে ইত্যাদি নিয়ে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এম এ রাজ্জাক খান রাজ বলেন “মূলত জনগণের স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ‘মিনিস্টার হিউম্যান কেয়ার’ আনা হয়েছে। করোনাকালে মিনিস্টার নতুন কিছু ব্র্যান্ডও চালু করে।’’
পণ্যগুলো হল সেফ লাইফ সার্জিক্যাল মাস্ক, সেফটি প্লাস হ্যান্ড ওয়াশ, গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার, ব্রাইট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, চাঁদ ফ্যাব্রিক ব্রাইটনার (নীল), চাঁদ ডিশ ওয়াশ লিকুইড ও টয়লেট ক্লিনার।
এম এ রাজ্জাক খান রাজ আরো বলেন, আমরা আশা করি, আমাদের তৈরি এসব পণ্য দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
মিনিস্টার-মাইওয়ান গ্রুপ
“আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ”- এই স্লোগানকে ধারণ করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে দেশীয় ইলেক্ট্রনিকস জগতের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার।
জীবনধারণে প্রয়োজনীয় প্রায় সব ধরণের পণ্যের বিশাল সম্ভার রয়েছে এখানে। ইলেকট্রনিকস পণ্যের পাশাপাশি হ্যান্ডওয়াস, গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার, হ্যান্ড স্যানিটাইজার, ভেজিওয়াস, ডিটারজেন্ট পাউডার, লন্ড্রি সোপ, লিকুইড ডিটারজেন্ট, ফেব্রিক ব্রাইটেনার (ব্লু), ডিশ ওয়াস লিকুইড, ডিশ ওয়াস বার, বডি ওয়াস, বডি লোশন, পেট্রোলিয়াম জেলি, টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিন পাউডার ইত্যাদি পণ্য রয়েছে।
সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সব শ্রেণির মানুষের কল্যাণে কাজ করে গ্রুপটি। সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বছরজুড়ে সেবাকার্যক্রম পরিচালনা করে তারা। ♦