দেশীয় ইলেক্ট্রনিকস প্রতিষ্ঠান কোম্পানি মিনিস্টার গ্রুপের বার্ষিক সেলস মিটিং শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সভাটি মিনিস্টারের প্রধান কার্যালয় রাজধানীর গুলশানে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম.এ. রাজ্জাক খান রাজ ও ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু। আরো ছিলেন নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবির, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সব ডিপার্টমেন্টের হেডসহ সারাদেশের বিক্রয়কর্মীরা।
সভায় মিনিস্টারের গত বছরের সেলস বিশ্লেষণ, সমস্যা নির্ণয় ও এর সমাধান, নানা পদে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নিয়ে আলোচনা হয়। এ সময় চেয়ারম্যান ও ব্যবস্থাপক পরিচালক ২০২১ সালের কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সেলস ডিভিশন ও শো-রুম ডিভিশনের কয়েক কর্মীকে “গুড পারফর্মার ২০২০” ঘোষণা করে পুরষ্কৃত করা হয়।
চেয়ারম্যান এম.এ. রাজ্জাক খান রাজ বলেন, “আশা করছি সকল সমস্যার সমাধান করে আমরা এই বছরে সবাই ঘুরে দাঁড়াবো এবং নতুনভাবে ব্যবসায় সাফল্যের মুখ দেখতে পাব। আমরা সর্বদাই চেষ্টা করি ক্রেতাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য। ২০২১ সালকে টার্গেট করে আমরা নতুন কিছু চমক নিয়েই হাজির হচ্ছি”।
মিনিস্টার-মাইওয়ান গ্রুপ
“আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ”- এই স্লোগানকে ধারণ করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে দেশীয় ইলেক্ট্রনিকস জগতের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার।
জীবনধারণে প্রয়োজনীয় প্রায় সব ধরণের পণ্যের বিশাল সম্ভার রয়েছে এখানে। ইলেকট্রনিকস পণ্যের পাশাপাশি হ্যান্ডওয়াস, গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার, হ্যান্ড স্যানিটাইজার, ভেজিওয়াস, ডিটারজেন্ট পাউডার, লন্ড্রি সোপ, লিকুইড ডিটারজেন্ট, ফেব্রিক ব্রাইটেনার (ব্লু), ডিশ ওয়াস লিকুইড, ডিশ ওয়াস বার, বডি ওয়াস, বডি লোশন, পেট্রোলিয়াম জেলি, টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিন পাউডার ইত্যাদি পণ্য রয়েছে।
সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সব শ্রেণির মানুষের কল্যাণে কাজ করে গ্রুপটি। সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বছরজুড়ে সেবাকার্যক্রম পরিচালনা করে তারা। ♦