মিথিলা-সৌরভের ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ শুরু

0

প্রথম সিজনে মন্টু চরিত্রে সৌরভের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী শোলাঙ্কি। সে জায়গায় দ্বিতীয় সিজনে অভিনয় করছেন রাফিয়াথ রশিদ মিথিলা।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ মন্টু পাইলট। কলকাতার এ সিরিজে যুক্ত হলেন মিথিলা। মন্টু চরিত্রে রয়েছেন সৌরভ দাস।

সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং শুরু হয়েছে ২৭ জানুয়ারি।

প্রথম দিনই শুটিংয়ে অংশ নিয়েছেন মিথিলা ও সৌরভ।

কলকাতার অভিনেতা সৌরভ দাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭ জানুয়ারি দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে সৌরভের পাশে মিথিলাকেও দেখা যাচ্ছে। ক্যাপশনে সৌরভ লিখেছেন, ‘শুরু’।

মন্টু পাইলট সিরিজটি একটি যৌনপল্লির গল্প নিয়ে গড়ে ওঠা কাহিনি। পল্লিটির নাম নীলকুঠি।

সেখানকার রাজার চরিত্রে অভিনয় করছেন সৌরভ।

প্রথমটির মতো দ্বিতীয় সিজনটি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য।

Share.