মিডল্যান্ড ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক ২০২৩ সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিডল্যান্ড ব্যাংক ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাববছরে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত ২০২৩ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা।

গত বছরের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩১ পয়সায়।

আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫৫ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ২২ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৩ জুন বেলা সাড়ে ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে। 

Share.