বিনোদন ডেস্ক: মহামারী করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে পুরো বিশ্ব। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে প্রায় স্থবির হয়ে আছে সবকিছু।
মহামারীর কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে দরিদ্র মানুষ ও দিনমজুররা। সরকারের পাশাপাশি এমন দুর্যোগে অসহায় এ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন বিভিন্ন সংগঠনসহ শোবিজ জগতের তারকারা। অন্যান্যদের মতো এ দুর্যোগ মোকাবেলায় অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছেন স্বতন্ত্র ধারার চলচ্চিত্র নির্মাতারা।
শুধু বাংলাদেশই নয়, এতে যুক্ত রয়েছেন দেশের বাইরের নির্মাতারাও। সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘ফিল্ম ফর হিউম্যানিটি’ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। আর এ আয়োজনে সঙ্গী হিসেবে থাকছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিদ্যানন্দ’। পুরো আয়োজনটি করা হবে বাংলাদেশ ও অন্যান্য দেশের চলচ্চিত্র নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে অনলাইন চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে।
চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে আন্তর্জাতিক প্লাটফর্ম ভিমিয়োতে। সেখানে অন ডিমান্ড রেন্টাল সিস্টেমে একজন দর্শক বিশ্বের যেকোনো প্রান্ত থেকে চলচ্চিত্রগুলো দেখতে পাবেন। চলচ্চিত্রের প্রদর্শনী থেকে প্রাপ্ত পুরো অর্থ দেয়া হবে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে।
বিদ্যানন্দের মাধ্যমে অসহায় মানুষ ও প্রাণীদের কাছে খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই এ আয়োজন। প্রত্যেক নির্মাতাকে ভিমিয়ো থেকে প্রাপ্ত অর্থের পুরো হিসাব দিতে হবে। সেই অর্থ কোথায় বা কোন প্রক্রিয়ায় অসহায় মানুষ ও প্রাণীদের প্রদান করা হচ্ছে, তার অফিশিয়াল তথ্য ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দেয়ার পাশাপাশি ইভেন্ট গ্রুপে প্রকাশ করা হবে।
এ উদ্যোগের জন্য চলচ্চিত্র সংগ্রহ চলবে ১০ মে পর্যন্ত। প্রদর্শনীটি শুরু হবে আগামী ১ মে, চলবে ৩০ জুন পর্যন্ত।
এরই মধ্যে বাংলাদেশের আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ও দেশের নবীন নির্মাতাসহ দেশ-বিদেশের প্রায় ২৫টি চলচ্চিত্র জমা পড়েছে প্রদর্শনীর জন্য। প্রদর্শনীর শেষ দিন নির্মাতাদের কাছ থেকে পাওয়া ছবি ভিমিয়ো ও আয়োজকদের কাছ থেকে স্থায়ীভাবে ডিলিট করে দেয়া হবে।