এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ঝুটন সম্রাট যিশু। কোনদিন যাননি গবেষণাগারে, তবু মনের জোর আর গুগল ও ইউটিউব দেখে বানিয়েছেন বিমান, ড্রোন, হেলিকপ্টার। বানিয়েছেন স্পীডবোটও।
তার উদ্ভাবনের শুরু ২০১৯ সালে। গুগল আর ইউটিউব দেখে নেশা চাপে ড্রোন বানানোর। এরপর একে একে তৈরি করেন অনেক কিছু।
২০২২ সালে তৈরি করেন উড়োজাহাজ, যা চার কিলোমিটার বেগে টানা ৩৫ মিনিট আকাশে উড়তে পারে।
ঝুটন সম্রাট যিশু বলেন, বিমান তৈরিতে অনেক বাধা এসেছে। আমি প্রথমে বিমানটি ওড়াতে ব্যর্থ হয়েছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে দুই থেকে তিনজন যাত্রী ধারণ ক্ষমতার একটি বিমান তৈরি করার।
নিজের তৈরি ড্রোন দিয়ে জরুরি সেবা, কীটনাশক ছিটানোর মতো কাজ অনায়াসে করা যাবে বলে দাবি তার।
যিশুর এমন সাফল্যে খুশি তার শিক্ষক ও সহপাঠিরা।
তার গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ। ♦