বৈশ্বিক চাহিদায় ধ্বস দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে অস্তিত্ব সঙ্কটে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বব্যাপী চলমান লকডাউনের প্রভাবে এ ধ্বস অব্যাহত থাকার আশঙ্কাও হচ্ছে। খবর সিএনবিসির।
এ অবস্থায় আগামী ছয় মাসের মধ্যে বন্ধ হতে পারে দুবাইয়ের ৭০ ভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠান।
গতকাল দুবাই চেম্বার্স অব কমার্স প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
ব্যবসায়ী জোটটি প্রতিবেদন প্রস্তুতকালে স্থানীয় সব খাতের বাণিজ্যিক প্রতিষ্ঠানের ১২২৮ শীর্ষ নির্বাহীর সাক্ষাৎকার নেয়। গত ১৬ থেকে ২২ এপ্রিল পর্যন্ত এসব সাক্ষাৎকার নেওয়া হয়েছে জরিপের অংশ হিসেবে। ওই সময়ে আরব আমিরাত সবচেয়ে কঠোর ‘লকডাউন’ বিধিনিষেধের আওতায় ছিল।
জরিপে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের অংশগ্রহণ ছিল মোট সংখ্যার তিনি-চতুর্থাংশ । এদের অধিকাংশের কর্মীসংখ্যা ২০ জনের কম। এসব প্রতিষ্ঠানের দুই-তৃতীয়াংশ নির্বাহী আগামী ছয় মাসের মধ্যে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এমন ঝুঁকিকে ‘মধ্যম’ পর্যায়ের বাস্তবতা হিসেবে উল্লেখ করেন। এর মধ্যে ২৭ শতাংশ একমাসের মধ্যে (চলতি মে নাগাদ) তাদের ব্যবসা হারানোর আশঙ্কা প্রকাশ করেন। আর ৪৩ শতাংশ ৬ মাসের মধ্যে ব্যবসা বন্ধের কথা জানিয়েছেন।
পারস্য উপসাগরীয় অঞ্চলে সবচেয়ের বৈচিত্র্যপূর্ণ অর্থনীতি আছে দুবাইয়ের। দুবাইয়ের হোটেল ও রেস্তোরাঁগুলো বিশ্বখ্যাত। ♦