ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ গলফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালের জুরী হয়েছেন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ব্যাক্তিত্ব মনজুরুল ইসলাম মেঘ।
৭ জুলাই উৎসবের পর্দা উঠবে, নামবে ১০ জুলাই। উৎসব অনুষ্ঠিত হবে ইতালির নেপলস সাগরের তীরে ঐতিহাসিক ও প্রাচীন নেপলস শহরে।
উৎসব পরিচালক উম্বের্তো সান্টক্রোকস মর্যাদাপূর্ণ এ উৎসবের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগতিা বিভাগের জন্য এশিয়া অঞ্চল থেকে মনজুরুল ইসলাম মেঘকে জুরী করেছেন।
উৎসবের চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের সমন্বয়কারী ভিটোরিও আদিনলফি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার বিষয়ে মেঘের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন।
উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে কর্তৃপক্ষ প্রতিযোগিতায় অংশ নেয়া চলচ্চিত্র ও আন্তর্জাতিক জুরীদের তালিকা প্রকাশ করেছে।
ইতোপূর্বে বাংলাদেশ থেকে আশরাফ শিশির পরিচালিত “গাড়ীওয়ালা” ও তৌকির আহমেদ পরিচালিত “অজ্ঞাতনামা” চলচ্চিত্র এ উৎসবে পুরস্কার বিজয়ী হলেও এবার বাংলাদেশ থেকে কোন চলচ্চিত্র নমিনেশন না পেলেও মেঘ এশিয়ার একমাত্র জুরী হিসেবে নিয়োগ পেয়েছেন।
মনজুরুল ইসলাম মেঘ বলেন, ইতোপূর্বে দশের বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরীর দায়িত্ব পালন করেছি। তবে এবার উৎসবের জুরী দায়িত্ব পালন করা আমার জন্য অত্যান্ত চ্যালেঞ্জিং মনে হয়েছে। কারণ উৎসবে সারা পৃথিবী থেকে কয়েকশ চলচ্চিত্র জমা পড়ে সেখানে থেকে সিলেকশন বোর্ড শর্ট লিস্ট করে, তারপর মনোনয়ন বোর্ড ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে প্রতিযোগিতার জন্য মনোনয় দিয়েছে। আমাদের (জুরী প্যানেল) উৎসবের সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য ভোট দিতে হবে। উৎসবে প্রতিযোগিতা করা ৮ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রই খুবই মানসম্পূর্ণ এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত পরিচালকদের সিনেমা। ইউরোপের এই মর্যাদাপূর্ণ উৎসবে জুরী হয়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনে একটি মাইলফলক হয়ে থাকবে। এ উৎসবের অভিজ্ঞতা আমার ভবিষ্যতের পথে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
মেঘ জানান, উৎসবের প্রধান প্রতিযোগিতা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করছে দক্ষিণ কোরিয়ার কিম পরিচালিত “মাই বেটারসুইট ফ্যামিলি”, যুক্তরাষ্ট্রের নিক লোয়েব ও ক্যাথি অ্যালিন পরিচালিত “রো বনাম ওয়েড”, কানাডার ভাকাডিমির মিস্তুকভ পরিচালিত “ম্যাকম্যানাস অ্যান্ড সন্স”, ইতালির মারিয়া পিয়া সেরুলো পরিচালিত “ইল পেস পেটাইন”, রাশিয়ার মারিয়া পিয়া সেরুলো পরিচালিত “রাবিটাস পাও”, স্পেনের রুবেন বুরেন পরিচালিত “মাকুইস”, রাশিয়ার ওকসানা করস পরিচালিত “ডাক্তার লিজা”, মেক্সিকোর কার্লোস রেয়েস – লেন আলভারাডো পরিচালিত “দ্য ডিরেক্টর – এডোপ’স সেভেন মাদার”, ফ্রান্সের আম্মাম মজিদ পরিচালিত “এ.ই.ডি.” চলচ্চিত্র।
এ ৮টি থেকে ১টি চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্র নির্বাচিত হবে উৎসবের সমাপনী দিনে।
উল্লেখ্য, মনজুরুল ইসলাম মেঘ বাংলাদেশ থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিবেশনা প্রতিষ্ঠান সিনেম্যাকিংয়ের সত্বাধিকারী ও সিনেম্যাকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালকের দায়িত্ব পালন করছেন। ♦