কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন ও ওষুধ আবিষ্কারের বৈশ্বিক প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখন পর্যন্ত ১০ বিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে।
বিশেষজ্ঞদের ধারণা, ভাইরাসের প্রতিষেধক উন্নয়নের প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অব্যাহত প্রচেষ্টার মধ্যে এ তহবিল সংগৃহিত হলো।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডান লিয়েন মঙ্গলবার টুইটারে বলেছেন, ‘ইউর নেতৃত্বে ভাইরাস মোকাবেলায় প্রতিষেধক উন্নয়নের এ ম্যারাথনে বিশাল ফল অর্জনের মাধ্যমে পথিকৃত হওয়ার অঙ্গীকার নিয়ে এ বৈশ্বিক উদ্যোগ নেয়া হয়েছে।
বিশ্বে প্রায় ১০০ ভ্যাকসিন নানা পর্যায়ে পরীক্ষাধীন রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা ওষুধ প্রস্তুতকারী অথবা গবেষণা প্রতিষ্ঠানগুলোর অব্যাহত প্রচেষ্টায় এ প্রতিযোগিতায় একটি নয়, অনেক প্রচেষ্টা সফল হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে ইইউ তাদের এ উদ্যোগের কথা জানিয়েছে। ♦