বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম… গানটি নিয়ে তোলপাড় নেট দুনিয়া। বিশ্বজুড়ে বাংলাভাষাভাষিদের কাছে তুমুল জনপ্রিয় গানটি।
গানটির গায়ক ভুবন বাদ্যকর। ভারতের বীরভূমের কুড়ালজুড়ি গ্রামের ভুবন পেশায় বাদাম বিক্রেতা।
গানটিকে রিমেক করে সামাজিক মাধ্যমগুলোয় বাহবা কুড়িয়ে নিচ্ছেন বহু মানুষ। কামিয়ে নিচ্ছেন টাকাও। আর এখানেই আপত্তি ভুবন বাদ্যকরের। অর্থ তো পাচ্ছেনই না, মিলছে না কৃতজ্ঞতাও।
ক্ষুব্ধ ভুবন বিষয়টিকে মেনে নিতে পারছেন না। উপায়ান্তর না দেখে সরাসরি থানায় গিয়ে অভিযোগ করে বসলেন।
ভুবন বলেন, ‘গানটি ভাইরাল হওয়ার পর আমার বাড়িতে মানুষের আনাগোনা বেড়ে গেছে। তারা গানের ভিডিও করছেন। পরে সেই গান ইন্টারনেটে ছেড়ে অনেক টাকা কামিয়ে নিচ্ছেন। অথচ আমার হাত খালি।’
ইউটিউবে গানটির স্বত্ব ‘সংরক্ষিত’ দেখানো হলেও সেখানে নিজের কোনো অ্যাকাউন্টই নেই বলে জানিয়েছেন ভুবন।
বিষয়টি তদন্ত করে দুবরাজপুর থানা পুলিশ যেন তার প্রাপ্য টাকা পাইয়ে দেয়, সেই দাবি ভুবনের।
গান জনপ্রিয় হওয়ায় রীতিমতো খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন ভুবন। রাতারাতি তারকা বনে যাওয়া ভুবনকে দেখলে লোকজন ছুটে আসে। তার সঙ্গে ছবি তুলতে চায়। আর এ কারণে শুক্রবার হেলমেট পরে থানায় উপস্থিত হন।
মজার বিষয় হলো, থানায় যখন হেলমেট খোলেন, সেখানেও বেঁধে যায় জটলা। ছবি তোলার আবদার নিয়ে আসেন অনেকে। অবশ্য হাসিমুখে তাদের আবদার মেটান ভুবন বাদ্যকর। ♦