ভিসা নেটওয়ার্কের আওতায় অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন মাল্টিকারেন্সি ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড নিয়ে এলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
ইএমভি চিপযুক্ত এবং থ্রিডি সিকিউরড কন্ট্যাক্টলেস সুবিধাসহ বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, শপিং আউটলেট এবং বিভিন্ন হাসপাতালের জন্য বেঙ্গল কার্ডে রয়েছে আকর্ষণীয় অফার।
গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বেঙ্গল কার্ডের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
এ সময় আমন্ত্রিত অতিথি ছিলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী ও এসএম ফারুকী হাসান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ প্রমুখ। ♦