ঊর্ধ্বমুখী রয়েছে দেশের পুঁজিবাজার। বাড়ছে তালিকাভুক্ত প্রায় সব ধরনের কোম্পানির শেয়ারদর। এ সুযোগে বাড়তে দেখা যাচ্ছে তুলনামূলক দুর্বল ও ‘জেড়’ ক্যাটাগরির শেয়ারদর।আজও এর ব্যত্যয় ঘটেনি।
দেখা গেছে, মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার। এ কারণে সকাল থেকে ঊর্ধ্বমুখী ছিল এসব কোম্পানির শেয়ার।
বেশিরভাগ সময় এসব শেয়ারে বিক্রিতার চেয়ে ক্রেতার সংখ্যা বেশি ছিল। দিন শেষে তালিকাভুক্ত ৩৪ কোম্পানির মধ্য ১১টি কোম্পানির শেয়ারদর হ্রাস পেতে দেখা গেছে।
অন্যদিকে এসব শেয়ারের মধ্যে দর বৃদ্ধিতে এগিয়ে থাকতে দেখা গেছে, মুন্নু ফেব্রিকস, মনস্পুল পেপার, পেপার প্রসেসিং, শ্যামপুর সুগার ও জিল বাংলা সুগারসহ আরও কিছু কোম্পানিকে।
খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল বিমা খাত। বেশ কয়েক দিন বিনিয়োগকারীদের চাহিদা না থাকায় এ খাতের শেয়ারদর কমতে দেখা যায়। তবে সম্প্রতি আবার চালকের আসনে ফিরেছে খাতটি।
লেনদেনে এর পরের অবস্থানে ছিল বস্ত্র খাত। মোট লেনদেনে এ খাতের অবদান দেখা গেছে, ১৫ শতাংশের বেশি। পরের অবস্থানে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবদান দেখা গেছে ১১ শতাংশের বেশি।
আজ দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পাঁচ পয়েন্ট হ্রাস পায়। দিন শেষে সূচকের অবস্থান হয় ছয় হাজার ৮৭৮ পয়েন্ট। ♦