ভালোবাসা দিবসে লাভ শেয়ার বিডির অভিনব কার্যক্রম

0

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে অভিনব উদ্যোগ নিয়ে নজর কেড়েছে চ্যারিটি সংগঠন “লাভ শেয়ার বিডি ইউএস”।

১৪ ফেব্রুয়ারি সংগঠনের ভলান্টিয়াররা বেলা ১টার দিকে ভালোবাসাকে অর্থবহ করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পিছিয়ে থাকা ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন লাভ শেয়ার বিডির হেড অব অপারেশন কামরুল আলম রিপন।

তিনি বলেন, আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে “নিজেকে দিয়ে শুরু”। ভালোবাসাকে আমরা নারী বা পুরুষে বন্দি দেখতে চাই না। ভালোবাসা সবার জন্য। এ জন্যই আমরা এমন একটি উদ্যোগ নিয়েছি। আজ আমরা ১ হাজার প্যাকেট রান্না করা খিচুড়ি ও ১ হাজার মাস্ক শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করেছি।

তিনি আরও বলেন, মানবতার স্বার্থে আমাদের সমাজ, দেশ ও সর্বোপরি মানুষের জন্য অনেক করণীয় রয়েছে। এজন্য সরকার বা রাষ্ট্রের উদ্যোগের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। সীমিত সাধ্যেই অনেক কিছু করা সম্ভব।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন লাভ শেয়ার বিডি ইউএস’র হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা হাসান শাওন।

তিনি বলেন, আমরা মানবতার সেবায় সক্রিয় দেশের এমন সব চ্যারিটি সংগঠনের সঙ্গে একত্রে কাজ করতে চাই। আমাদের সামনের সব উদ্যোগে অভিনবত্ব থাকবে।

Share.