আগামীকাল থেকে ভারতে রেল কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে দেশটির রেল কর্তৃপক্ষ। গতকাল এ ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে অনলাইনে টিকিট বুকিং করতে হবে। কেননা সামাজিক দূরত্ব বজায় রাখতে বন্ধ থাকবে সব টিকিট কাউন্টার।
আপাতত ১৫ জোড়া ট্রেন (৩০টি রিটার্ন ট্রাভেল) নিয়ে শুরু করা হবে। ট্রেনগুলো দিল্লি, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকান্দারবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, সেন্ট্রাল মুম্বই, আহমেদাবাদ ও জম্মু তবির সংযোগকারী নয়াদিল্লি স্টেশন থেকে বিশেষ ট্রেন হিসেবে চালু হবে।
কোভিড-১৯ কেয়ার সেন্টারগুলোর জন্য ২০ হাজার কোচ সংরক্ষণ করেছে দেশটির রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে ‘শ্রমিক স্পেশাল’ হিসেবে প্রতিদিন ৩০০ ট্রেন চলাচলের জন্য পর্যাপ্ত কোচ সংরক্ষণ করা হয়েছে। এরপর বাকি কোচের উপর ভিত্তি করে বিভিন্ন রাজ্যে আটকে পড়া অভিবাসীদের জন্য নতুন রুটে আরও বিশেষ পরিষেবা শুরু করা হবে বলে জানানো হয়েছে।
ট্রেনগুলোয় আসন সংরক্ষণের জন্য অনলাইনে বুকিং ১১ মে বেলা ৪টায় শুরু হবে। ভারতীয় রেল বিভাগের (আইআরসিটিসি) ওয়েবসাইটে (www.irctc.co.in/) গিয়ে টিকিট বুকিং দিতে হবে।
রেল স্টেশনগুলোর টিকিট কাউন্টার বন্ধ থাকবে। কোনো কাউন্টার থেকে টিকিট (প্ল্যাটফর্মের টিকিটসহ) দেওয়া হবে না। কেবল বৈধ কনফার্ম টিকিটযুক্ত যাত্রীদের রেলস্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
যাত্রীদের জন্য মুখোশ পরা ও প্রস্থানের সময় করোনা স্ক্রিনিং করা বাধ্যতামূলক। এর ফলের ভিত্তিতে যাত্রীদের ট্রেনে উঠতে দেওয়া হবে।
ট্রেনের সময়সূচিসহ আরও বিস্তারিত তথ্য আইআরসিটিসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। ♦