ভারতের বাজারে ১২৫ সিসিতে এলো পালসার নিয়ন

0

আইটি ডেস্ক: সম্পতি ভারতের বাজারে নতুন পালসার এনেছে বাজাজ। এটি ১২৫ সিসির পালসার। মডেল নিয়ন ১২৫। ভারতে বিএসসিক্স ভেরিয়েন্টে এই মোটরসাইকেলের দাম শুরু হয়েছে ৬৯ হাজার ৯৯৭ রুপি।

১২৫ সিসির সেগমেন্টে বাজারে রয়েছে হোন্ডা এসপি শাইন এবং হিরো গ্লামার। এসব মডেলের চেয়ে তুলনামূলক কম দামে বাজারে এসেছে ১২৫ সিসির নিয়ন।

নিয়ন কালার থিমে তৈরি হয়েছে এই মোটরসাইকেল। এটি ১২৫ সিসি সেগমেন্টের অন্যতম শক্তিশালী মোটরসাইকেল।

পালসার ১২৫ নিয়ন রয়েছে ১২৪.৪ সিসির ফুয়েল ইনজেকশন ইঞ্জিন। যে কোন মোটরসাইকেলের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ ইঞ্জিন। এই ইঞ্জিনে ১১.৮ বিএইচপি শক্তি এবং ১১ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। সঙ্গে থাকছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। যে কোন গিয়ারে ক্লাচ ধরে এই মোটরসাইকেল স্টার্ট করা যাবে। বাইকটির ওজন ১৪০ কেজি।

এই মোটরসাইকেলের বিভিন্ন অংশে ‘নিয়ন’ রঙের ছোঁয়া থাকছে। তরুণ প্রজন্মকে আকর্ষণ করতেই এই রঙ ব্যবহার করেছে কোম্পানি। ফুয়েল ট্যাঙ্কে কোম্পানির লোগোতে ‘নিয়ন’ রঙ দেখা যাবে।

ড্রাম ব্রেক ভেরিয়েন্টে এই মোটরসাইকেলের দাম ভারতে ৬৯ হাজার ৯৯৭ রুপি। ডিস্ক ব্রেক ভেরিয়েন্টে এই মোটরসাইকেলের দাম ৭৪ হাজার ১১৮ রুপি।

Share.