ভারতের কেরালায় ছেলে-মেয়েদের আলাদা স্কুল থাকছে না

0

ভারতের কেরালা রাজ্যে ছেলেদের বা মেয়েদের স্কুল বলে কোনো বিভাজন থাকবে না। সব স্কুলে পড়তে পারবে ছেলে ও মেয়েরা।

কেরালায় শিক্ষার্থীদের মধ্যে লিঙ্গ সমতা বজায় রাখার উদ্যোগ নেয়া হয়েছে। এখানের সব স্কুলকে কো-এড স্কুলে পরিণত করার নির্দেশ দেয়া হয়েছে। শিশু অধিকার রক্ষা কমিশন রাজ্যের শিক্ষা দপ্তরকে এ নির্দেশ দিয়েছে।

আগামী শিক্ষাবর্ষ থেকে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।

সম্প্রতি বিষয়টি নিয়ে একটি অভিযোগ জমা হয় কেরালার শিশু অধিকার রক্ষা কমিশনের কাছে। তারপর এ নির্দেশ দেয়া হলো।

শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান মনোজ কুমার বলেন, আমরা একটি নির্দেশ দিয়েছি কেরালার শিক্ষা দপ্তরকে। রাজ্যের সব স্কুলকে কো-এড স্কুলে পরিণত করতে হবে। আমরা বিষয়টি নিয়ে একটি অভিযোগ পেয়েছিলাম। সাম্যের অধিকার সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্দেশ দেয়া হয়েছে। লিঙ্গের সমতা গুরুত্বপূর্ণ বিষয়। স্কুলস্তরেই তা শুরু হওয়া উচিত।

২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এই নির্দেশ বাস্তবায়ন করার নির্দেশ দেয়া হয়েছে। স্কুল দপ্তরকে এই নির্দেশ দেয়ার পাশাপাশি এনসিইআরটি (ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনালকেও রিসার্চ অ্যান্ড ট্রেনিং) একটি নির্দেশ দিয়েছে। এতে বলা হয়েছে, লিঙ্গ বৈষম্য প্রকাশ করে, এমন কিছু যেন সিলেবাসে না থাকে।

কেরালার কোল্লাম জেলার আঞ্চল এলাকার বাসিন্দা আইজ্যাক পল কমিশনের কাছে একটি অভিযোগ করেছিলেন। লিঙ্গ বৈষম্যের বিষয়টি ও শিক্ষার অধিকারের বিষয়টি কমিশনের সামনে তুলে ধরেছিলেন তিনি। 

Share.