যত্ন নিন, ব্লুটুথ বন্ধ রাখতে হবে এখন থেকে

0

ব্লুটুথে নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন গবেষকেরা। প্রয়োজন না হলে আপনার স্মার্টফোন বা ল্যাপটপের ‘ব্লুটুথ’ অপশন বন্ধ রাখুন।

সব সময় ব্লুটুথ চালু রাখলে আপনার ডিভাইসটি হ্যাক হয়ে যেতে পারে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যাঁরা সব সময় স্মার্টফোন বা ল্যাপটপে ব্লুটুথ চালু রাখেন, তাঁদের সে অভ্যাস বাদ দিতে হবে। কারণ ব্লুটুথ প্রটোকলে এক ধরনের নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে, যা সাইবার দুর্বৃত্তরা কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে বা ডিভাইস হ্যাক করে সর্বনাশ ঘটাতে পারে।

উইলা্ইভ সিকিউরিটি ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, একাডেমিকদের একটি দল ব্লুটুথ ওয়্যারলেস যোগাযোগ প্রোটোকলে একটি নতুন দুর্বলতা উন্মোচন করেছেন যা স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট-হোম ডিভাইসগুলোর মতো নানা ডিভাইসে ছদ্মবেশি আক্রমণ ‘ব্লুটুথ ইমপারসোনেশন অ্যাটাকস (বিআইএএস) চালায়।

Share.