ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন

0

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্লক মার্কেটে ১৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৪৫ লাখ ৭০ হাজার ১৯১ শেয়ার লেনদেন হয়েছে। এর আর্থিক মূল্য ২৯ কোটি ১২ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের। বিএসআরএম স্টিল ২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তৃতীয় স্থানে থাকা কনফিডেন্স সিমেন্ট ১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আমান ফিড, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, গ্রামীণ স্কিম-২, ইবনে সিনা, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, যমুনা অয়েল, প্রিমিয়ার ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

Share.