ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানের পাঠানো আইনি নোটিশে জয় পেয়েছেন হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজি হক। সম্প্রতি দুবাইয়ের এক আদালতের রায়ে এ জয় পান তিনি।
চলতি বছর ২৮ জানুয়ারি দুবাইয়ে বাড়ি কেনার জেরে ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে আদম তমিজি হককে আইনি নোটিশ পাঠায় ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যান। সেই আইনি নোটিশ পেয়ে দুবাইয়ে একটি মামলা দায়ের করে আদম তমিজি হক। এ মামলায় নিজের পক্ষে রায় পেয়েছেন হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানের ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চাওয়ার অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় দুবাই আদালত ১ লাখ ৪০ হাজার দিরাম আদম তমিজি হককে ফেরত দিতে বলেছেন। পরবর্তীকালে কারও বিরুদ্ধে যাতে এ ধরণের মিথ্যা অভিযোগ না আনা হয় সে বিষয়েও ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানকে সর্তক করেছেন আদালত।
আদালতের রায়ের পর ২৫ মে (মঙ্গলবার) হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজি হকের পক্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানকে একটি আইনি নোটিশ পাঠান।
আইনি নোটিশে বলা হয়, হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজি হকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনায় সুনাম ক্ষুন্ন করে দেশের নানা অনলাইন কিংবা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এ কারণে আদম তমিজি হকের ব্যাপক মর্যাদাহানি হয়েছে । ফলে ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানকে মামলা জয়ের এ তথ্যটি কমপক্ষে দুটি অনলাইন কিংবা পত্রিকায় সংবাদ প্রকাশ করতে বলা হয়েছে। যদি এটি না করা হয় তাহলে জেরেমি উইলিম্যানের বিরুদ্ধে দুবাই ও বাংলাদেশের আদালতে মানহানিকর মামলা করা হবে বলেও নোটিশে বলা হয়েছে।
উল্লেখ্য দুবাইয়ে একটি বিলাসবহুল বাড়ি কিনতে আদম তমিজি হক ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানের সঙ্গে ২০১৯ সালের ২৮ আগস্ট চুক্তি হয়। সেই চুক্তির ভিত্তিতে এ জয় পান আদম তমিজি হক।
এর আগে ব্রিটিশ নাগরিকের পক্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব একটি বিলাসবহুল বাড়ি কেনার জের ধরে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে আদম তমিজি হককে আইনি নোটিশ পাঠান। ♦