ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ব্রাজিলের সবচেয়ে জনবহুল সাও পাওলো রাজ্য। এ কারণে ভূমিধস ও বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। খবর: এএফপি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ভারী বর্ষণের মুখে পড়ে রাজ্যটি।
সাও পাওলোতে ৪ কোটি ৬০ লাখ মানুষ বাস করেন। বৃষ্টিপাতের কারণে এ রাজ্যের ১০টি শহর ও ৬৪৫টি মিউনিসিপ্যালটি সবচেয়ে ক্ষতিতে পড়েছে।
এ সব এলাকায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন রাজ্যের গভর্নর জোয়াও দোরিয়া।
রাজ্য সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে।
তিন দিনের বৃষ্টিপাতে গৃহহীন হয়েছেন প্রায় ৫০০ মানুষ। গত রোববার ১১ জনের মৃত্যু হয়।
একাধিক ভূমিধসে বাড়িঘর চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
ভূমিধসে ফ্রাঙ্কো দা রোচা মিউনিসিপ্যালটিতে চাপা পড়েছে পুলিশের একটি কার্যালয়। অন্যদিকে এমবু দাস আর্চেস মিউনিসিপ্যালটিতে ধসের নিচে পড়ে এক নারী ও তার দুই সন্তান নিহত হয়েছেন।
তুমুল বর্ষণের শিকার হয়েছে সাও পাওলো শহরও। তবে সেখানে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সাও পাওলোর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, টানা বৃষ্টির কারণে রাজ্যজুড়ে ভূমিধস ও বন্যা দেখা দেয়। ভেঙে পড়ে গাছপালা ও ঘরবাড়ির দেয়াল। এসব ঘটনায় নিহতের পাশাপাশি আহত হয়েছেন নয়জন। এখনো নিখোঁজ পাঁচজন।
গত অক্টোবরে ব্রাজিলে বর্ষাকাল শুরু হয়েছে। এরপর থেকে বড় ধরনের নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।
এসব কারণে উত্তরাঞ্চলের বাহিয়া রাজ্যে ২৪ জনের মৃত্যু হয়।
দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস জেরাইস রাজ্যে মারা গেছে ১৯ জন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ। ♦