সুস্বাস্থ্য ডেস্ক: বয়:সন্ধিকালে ব্রণ ওঠা শুরু হয়। এটি হরমোনের সঙ্গে জড়িত। অনেকে দ্রুত এ সমস্যা থেকে রেহাই পান। আবার অনেককে এ সমস্যা বহুদিন ভোগায়। তরুণ-তরুণীরা ব্রন নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তবে ব্রণ নিয়ে চিন্তার কিছু নেই। এ সমস্যা সমাধানে ওষুধ খাওয়ারও দরকার পড়ে না।
ব্রণ দূর করার ঘরোয়া কিছু উপায় তুলে ধরা হল
১. চন্দন বেটে তার সঙ্গে দু’ ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নিন। পাঁচ ছ’ মিনিট রাখার পর শুকিয়ে গেলে ভাল করে ধুয়ে নিন
২. দারুচিনি গুঁড়োর সঙ্গে গোলাপজল মিশিয়ে মিশ্রণটি ১০ মিনিট লাগিয়ে রাখুন ব্রণ আক্রান্ত জায়গায়। এতে ব্রণের সংক্রমণ ও ব্যথা কমে যাবে। লেবুর রস ব্রণর সমস্যা মেটানোর অন্যতম সমাধান
৩. নিমপাতা জীবাণু নাশ করতে সক্ষম। তাই নিমপাতা বাটার সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে লাগালে ব্রণর ব্যথা ও সংক্রমণও কমবে
৪. চালের গুঁড়ো, পাতিলেবুর রস ও পাকা পেঁপে বাটা ব্রণর সমস্যা কমানোর এক কার্যকর সমাধান। মিশ্রণটি ২০ মিনিট লাগিয়ে রাখুন।