ব্যাংক এশিয়ার সহযোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত

0

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই ‍সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক এশিয়া লাইসেন্সের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করবে। কোম্পানিটি সহযোগী কোম্পানিতে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।

ব্যাংক এশিয়া নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সহযোগী প্রতিষ্ঠান গঠন করতে পারবে।

উল্লেখ্য, ব্যাংক এশিয়া ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ এক হাজার ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৬৫ কোটি টাকা।

Share.