ব্যবহারকারীর সুরক্ষায় ভাইবারের ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচার

0
হজে ও বিনা খরচে যোগাযোগের শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপ রাকুটেন ভাইবার। প্রতিষ্ঠানটি সম্প্রতি সব ধরনের চ্যাটে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারটি যুক্ত করার ঘোষণা দিয়েছে। এ ফিচারের মাধ্যমে বার্তাগ্রহীতা প্রেরকের বার্তা দেখার পরপর স্বয়ংক্রিয়ভাবে বার্তাটি ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয় গণনা শুরু হবে।

এর আগে শুধুর সিক্রেট চ্যাটে এ সুবিধা ছিলো। শিগগিরই ব্যবহারকারীরা টেক্সট, ছবি, ভিডিও অথবা অন্যা ফাইল পাঠানোর ক্ষেত্রে সেকেন্ড, মিনিট, ঘণ্টা, এমনকি দিনের সময়সীমাও নির্ধারণ করতে পারবেন। যেকোন ‘ওয়ান-অন-ওয়ান’ চ্যাট করার ক্ষেত্রে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ সুবিধা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত মেসেজিং অ্যাপ হওয়ার পথে ভাইবারকে এগিয়ে নিয়েছে।

‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে প্রথমে চ্যাটের নিচে থাকা ‘ক্লক’ আইকনে ট্যাপ করতে হবে। এরপর বার্তা মুছে ফেলার সময়সীমা নির্বাচন করতে হবে। পরে টেক্সট লিখে প্রাপকের কাছে বার্তা পাঠাতে হবে।

কয়েক বছর ধরে গ্রাহকদের ডেটা সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে ভাইবার। গ্রাহকদের নিরাপত্তার জন্য মেসেজিং অ্যাপগুলোর মধ্যে ২০১৫ সালে সব চ্যাট অপশনে ‘ডিলিট মেসেজ’ ফিচারটি চালু করে প্রতিষ্ঠানটি। ভাইবার ২০১৬ সালে আনে ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশন। ২০১৭ সালে চালু করে হিডেন ও সিক্রেট চ্যাট ফিচার।

ভাইবারের চিফ অপারেটিং অফিসার অফির ইয়াল বলেন, ‘‘ওয়ান-অন-ওয়ান চ্যাটের ক্ষেত্রে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারটি চালু করার ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। ২০১৭ সালে ‘সিক্রেট’ চ্যাট নিয়ে আসার অভিজ্ঞতার আলোকে আমরা গ্রাহকদের গোপনীয়তা রক্ষার পদক্ষেপের অংশ হিসেবে এ ফিচার নিয়ে চিন্তা করি। সে ভাবনা থেকেই আমাদের মনে হয়, প্রাপক ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’- এর স্ক্রিনশট নিলে নোটিফিকেশন পাঠানোর বিষয়টি রেগুলার চ্যাটেও যুক্ত করা দরকার। ভাইবারের নতুন এ সংযোজন বিশ্বব্যাপী আমাদের নিরাপদ ও সুরক্ষিত মেসেজিং অ্যাপ হওয়ার পথে একধাপ এগিয়ে নিয়েছে।’’

রাকুটেন ভাইবার
রাকুটেন ভাইবারে মানুষকে যুক্ত করা হয়। তারা কে বা কোথায় অবস্থান করছেন তা মুখ্য নয়। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীরা এ অ্যাপটি ব্যবহার করে কিছু সুবিধা পেয়ে থাকে। এর মধ্যে রয়েছে ওয়ান-অন-অন চ্যাট, ভিডিও কল, গ্রুপ মেসেজিং ইত্যাদি। রাকুটেন ভাইবার রাকুটেন ইনকরপোরেটের একটি অংশ।

Share.