দ্রুততার সঙ্গে স্বয়ংক্রিয় উপায়ে সহজে সেবাদানের লক্ষে একটি সদস্যবান্ধব ওয়েবসাইট ও মোবাইল ফোন অ্যাপ উন্মোচন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
সদস্য সেবার মানোন্নয়নে নানা র্কাযক্রম গ্রহণ ও বাস্তবায়নের অংশ হিসেবে সদস্য প্রতিষ্ঠানগুলোকে উন্নত সেবাদানের লক্ষে এ উদ্যোগ নিয়েছে বেসিস। ২৮ নভেম্বর একটি অনলাইন ওয়েবিনারে ওয়েবসাইট ও অ্যাপের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও বেসিসের সাবেক সভাপতি মোস্তাফা জব্বার।
বেসিসের বর্তমান সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত এ ওয়েবিনারে আরও অংশ নেন বেসিসের প্রাক্তন সভাপতি এস এম কামাল, হাবিবুল্লাহ এন করিম, রফিকুল ইসলাম রাউলি, মাহবুব জামান, সারওয়ার আল, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান ও ভাইস প্রেসিডেন্ট অ্যাডমিন শোয়েব আহমেদ মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে বেসিসের প্রতিষ্ঠাতা ও ১ম সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, “করোনার কারনে আমরা বুঝে গিয়েছে দুনিয়া ডিজিটাল হয়েছে। ভাইরাসের কারনে বিশ্ব বুঝতে সক্ষম হয়েছে ডিজিটাল অগ্রগতির প্রয়োজন ছিল। যে সব দেশ স্বাস্থ্য খাতে ডিজিটাল তথ্য প্রযুক্তির ব্যবহার করেছে তারাই মহামারী সহজে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। যেমন চীন, জাপান, মালয়েশিয়াসহ অন্য দেশ, তারা সবাই ইন্ডাস্ট্রি ৪.০ প্রযুক্তি ব্যবহার করেছে।” তিনি বাংলাদেশ সরকারের ইন্ডাস্ট্রি ৪.০ প্রযুক্তি বিষয়ক নীতিমালা তৈরির বিষয়টি তুলে ধরেন।
ফারহানা এ রহমান তার বক্তব্যে বেসিসের সব সদস্যকে নতুন ওয়েবসাইট ও অ্যাপে যুক্ত হয়ে বেসিসের এ উদ্যোগের সফল বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান। তিনি আশা করেন, বেসিস সদস্যরা এই ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন ও অ্যাপ ব্যবহার করে অধিকাংশ সেবা অনলাইনে পাবেন।
বেসিসের বর্তমান সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, “বেসিসের নতুন ওয়েবসাইটে সদস্যদের জন্য পৃথক আইডি থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীর সব তথ্যও আলাদাভাবে সংরক্ষিত থাকবে। যা আগের থেকে অনেক সহজতর হয়েছে যেমন সদস্যদের তথ্যাদি, লেনদেন ইত্যাদি।” ♦