বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে মেধাবী ও অসচ্ছল কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির তারিখ ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ১২ থেকে ২০ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষরা ১২ থেকে ২০ আগস্ট পর্যন্ত অফিস চলাকালে বর্ণিত শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করবেন।
২২ আগস্টের মধ্যে ভর্তি ও অভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকার সফট কপি ই-মেইলে (medicaledu313@gmail.com) এবং হার্ড কপি পাঠাতে হবে।
২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০টি আসন রয়েছে। ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৬ হাজার ১৬৮ জন। ♦