রাজধানীর কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সম্মেলনের উদ্বোধন করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নারায়ন সরকার করোনা মহামারির মাঝেও প্রতিষ্ঠানে প্রবৃদ্ধি বজায় রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ এস এম আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং বেনহামের সব কর্মীকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার জানান, কোম্পানির উন্নতির জন্য সদস্যদের নিরলস কাজ করতে হবে।
এ সময় কোম্পানীর ডেপুটি জেনারেল মেনেজার সৌরভ সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অংশে দক্ষ কর্মীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
পরে র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২১। ♦