দেশের ৬০তম বাণিজ্যিক ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করার অনুমতি পাওয়ার পর ২৮ ফেব্রুয়ারি এর পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ৪০২তম পর্ষদ সভায় ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. জসিমউদ্দিন।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক মোর্শেদসহ সব পরিচালক উপস্থিত ছিলেন।
সভায় ১০ মার্চ রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
একটি দেশের অগ্রযাত্রায় অর্থনৈতিক সমৃদ্ধি বেশ গুরুত্বপূর্ণ। সমৃদ্ধির সে পথে সবসময় পাশে থেকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক যে কোনো অর্থনৈতিক উদ্যোগের সাফল্য নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
স্বপ্ন পূরণের মাধ্যমে তৈরি হয় আগামীর সম্ভাবনার সিঁড়ি। তাই গ্রাহকের স্বপ্নপূরণে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সবসময় পাশে রয়েছে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে, যার প্রতি আস্থা রেখে আপনি পৌঁছাতে পারেন কাঙ্খিত লক্ষ্যে।
বাংলাদেশ ব্যাংকের সব নীতিমালা মেনে করপোরেট সুশাসন নিশ্চিত করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সাধারণ জনগণের দোরগোড়ায় তাদের সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করছে। ♦