বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
গতকাল এ প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আলী জানান, ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির জন্য আবেদন করা যাবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদভুক্ত ২২টি বিভাগে মোট ১ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এর মধ্যে কলা অনুষদের ৩টি বিভাগে ২১৫টি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ৬টি বিভাগে ৩৭৫টি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৪টি বিভাগে ৩০৫টি, বিজ্ঞান অনুষদভুক্ত ৪টি বিভাগে ২৮০টি, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ২টি বিভাগে ১০০টি এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদভুক্ত ২টি বিভাগে ১২০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এছাড়া এ সংখ্যার অতিরিক্ত ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ দশমিক ৫ শতাংশ ক্ষুদ্র জাতিসত্তা, ১ শতাংশ প্রতিবন্ধী, ২ শতাংশ পোষ্য ও শূন্য শতাংশ ৫ শতাংশ দলিত কোটায় ভর্তি করা হবে।
আবেদন প্রক্রিয়াসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। ♦