বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট-ট্রাক উদ্বোধন করা হয়েছে। বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার সম্প্রতি ফাস্ট-ট্রাক উদ্বোধন করেন।
এ সময় বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান ও ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, বুয়েটের বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ডাচ্-বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল)
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক। এটি এম. সাহাবুদ্দিন আহমদ (বাংলাদেশ) ও উন্নয়নশীল দেশগুলির জন্য ডাচ ফাইনান্সিং সংস্থা (এফএমও) নামক নেদারল্যান্ডের একটি কোম্পানির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ ব্যাংক।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
১৯৬২ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা করে বুয়েট। নাম দেয়া হয় পূর্ব পাকিস্তান প্রকৌশল ও কারিগরী বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার পর এর নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাখা হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০৩৬ আসনের একটি কেন্দ্রীয় মিলনায়তন কমপ্লেক্স রয়েছে। এতে শীতাতপ নিয়ন্ত্রকসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। এ কমপ্লেক্সে মিলনায়তন ছাড়াও ১৮৬ আসনের সেমিনার কক্ষ ও শিক্ষার্থীদের জন্য একটি ক্যাফেটেরিয়া রয়েছে।
পুরকৌশল ভবনের দোতলায় ২০০ আসনবিশিষ্ট আরেকটি সেমিনার কক্ষ রয়েছে। শিক্ষা ও বিনোদনের জন্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য এতে ৩৫ ও ১৬ মিলিমিটার ফিল্ম প্রোজেক্টর বয়েছে।
প্রায় ২০,০০০ বর্গফুট জুড়ে বিশ্ববিদ্যালয় লাইব্রেরীর চারতলা ভবনটি ক্যাম্পাসের কেন্দ্রস্থলে অবস্থিত। লাইব্রেরীতে আধুনিক সব সুবিধা রয়েছে। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে একসঙ্গে প্রায় ২০০ জন শিক্ষার্থীর পড়ার ব্যবস্থা আছে। বুয়েট লাইব্রেরীতে রেফারেন্স ও জার্নালের একটি বিশাল সংগ্রহ রয়েছে। রিপোগ্রাফিক বিভাগ নামে একটি বিভাগ রয়েছে যাতে রেফারেন্স বই ফটোকপি করার ব্যবস্থা রয়েছে।
বুয়েটে স্বাস্থ্য রক্ষার মৌলিক সুবিধাদি সম্বলিত একটি স্বাস্থ্যকেন্দ্র ( বুয়েট হেলথ কমপ্লেক্স) রয়েছে। রোগ নির্ণয়ে সহায়ক অত্যাধুনিক এক্স-রে মেশিন, আলট্রাস্নোগ্রাম, ই.সি.জি. মেশিন ও আধুনিক স্বয়ংপূর্ণ একটি প্যাথলজিক্যাল ল্যাব আছে।
বুয়েটের শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চা ও ইনডোর গেমস খেলার সুবিধা দিতে বাস্কেটবল কোর্ট সংবলিত একটি সমৃদ্ধ ব্যায়ামাগার রয়েছে। এটি শেরে বাংলা হলের দক্ষিণে পাশে বিশাল জায়গাজুড়ে অবস্থিত।
বুয়েটে আটটি ছাত্রাবাস রয়েছে। শহীদ স্মৃতি হল তরুণ শিক্ষক ও স্নাতকোত্তর ছাত্রদের জন্য বরাদ্দ করা হয়েছে, যাদের কোন প্রাতিষ্ঠানিক আবাসস্থল নেই। হলগুলো নানা সময়ে তৈরি করা হয়েছে। একারনে বিভিন্ন হল নানা স্থাপত্যশৈলীর নিদর্শন বহন করে। প্রতিটি হলের তত্ত্বাবধানে থাকেন প্রভোস্ট। সাধারণত সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে প্রভোস্ট নির্বাচন করা হয়। প্রতিটি হলে তিনজন সহকারী প্রভোস্ট নিযুক্ত রয়েছেন। ♦