বিসিবি নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে, কমটি গঠন

0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আসন্নপ্রায়। চলতি মাসে শেষ হচ্ছে বোর্ডের পরিচালনা পর্ষদের মেয়াদ। ইতোমধ্যে নির্বাচন সামনে রেখে পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দেয়ার কথা জানিয়েছিলেন বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিনের ভেতর করতে হবে নির্বাচন।

জানা গেছে, সেই হিসাব করে ইতোমধ্যে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সদস্য ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের বরাতে জানা গেছে নির্বাচনের সম্ভাব্য সময়। সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন।

এজন্য শিগগির বৈঠকে বসতে যাচ্ছেন কমিশনের সদস্যরা। এতে ঠিক হবে নির্বাচনের চূড়ান্ত তারিখ। আর ২০ সেপ্টেম্বর প্রকাশ হতে যাচ্ছে চূড়ান্ত কাউন্সিলরদের তালিকা।

নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘নির্বাচন কমিশন খুব দ্রুতই সভায় বসবে, তারপর তারিখ ঠিক হবে। আশা করা যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে যাবে। তফসিল কবে ঘোষণা হবে, এটা নির্বাচন কমিশনের বৈঠকে ঠিক হবে। বোর্ড কাউন্সিলর তালিকা চূড়ান্ত করে তারপর নির্বাচন কমিশনকে দেবে।’

গত মাসে বোর্ডের বার্ষিক সভা শেষে পাপন ইঙ্গিত দিয়েছিলেন বিসিবির সভাপতির পদ থেকে সরে যাওয়ার। ব্যক্তিগত চিকিৎসক নাকি আগে থেকেই এমন পরামর্শ দিচ্ছেন।

অবশ্য পরে জানান, সবাই চাইলে আবার বোর্ড সভাপতির পদে লড়তে পারেন তিনি।

সেই থেকে পরিচালক পদে বসা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। পরিচালনা পর্ষদের রদবদলের গুঞ্জনে উঠে আসতে থাকে অনেকের নাম।

তবে কে বসছেন বোর্ড সভাপতির পদে এবং কারা থাকছেন পরিচালনা পর্ষদে সেটি জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত।

Share.