ঔষধ প্রশাসন অধিদপ্ততরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছেন, দেশীয় প্রতিষ্ঠানগুলোয় উৎপাদিত উৎকৃষ্টমানের ওষুধের চাহিদা বাড়ছে বিশ্ব বাজারে।
বর্তমানে ১৪৮ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে।
গতকাল সোমবার (৭ ডিসেম্বর) রাজধানীর খিলক্ষেত ও মিরপুরে দুটি মডেল ফার্মেসি উদ্বোধনকালে কথাগুলো বলেন মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান।
তিনি আরো বলেন, আগামী দুবছরের মধ্যে দেশের সব ওষুধ ফার্মেসিকে মডেল ফার্মেসি অথবা মডেল মেডিসিন শপে পরিণত করার সরকারি উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে ঔষধ প্রশাসন। তাপমাত্রার হেরফের হলে ওষুধের গুণগত মান নষ্ট হয়ে যায়। তাই ফার্মেসিগুলোর পরিবেশ আন্তর্জাতিকমানে উন্নীত করার প্রতি দৃষ্টি দিচ্ছে ঔষধ প্রশাসন। এরই অংশ হিসেবে মডেল ফার্মেসি বা মডেল মেডিসিন শপ প্রতিষ্ঠাকে উৎসাহিত করা হচ্ছে।
ওষুধের গুণগত মান বজায় রেখে সঠিক ওষুধ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মডেল ফার্মেসি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান।
রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি করা যাবে না বলেও উল্লেখ করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট মোসাদ্দেক হোসেন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা। ♦