বিশ্বে করোনা ভাইরাসে ৬০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর দুই তৃতীয়াংশই যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর।
বার্তা সংস্থা এএফপির হিসাব থেকে এ কথা জানা গেছে।
গ্রিনিচ মান সময় ২০১৫ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৬০ লাখ ৮৬৭ জন। মারা গেছে ৩ লাখ ৬৬ লাখ ৮৪৮ জন।
তাদের মধ্যে ইউরোপ করোনা ভাইরাসে পর্যুদস্ত হয়েছে সবচেয়ে বেশি। ইউরোপে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৩৫ হাজার ১৭০ জন, মারা গেছে ১ লাখ ৭৭ হাজার ৫৯৫ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ১৭ লাখ ৬০ হাজার ৭৪০ জন কোভিড- ১৯ রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ৩ হাজার ৪৭২ জন।
বর্তমানে ল্যাটিন আমেরিকায় ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে। ♦