করোনা: বিশ্বে মৃত্যু ৪ লাখ ১৪ হাজার ছুঁই ছুঁই

0

কিছুতেই থামছে না করোনার তাণ্ডব। প্রতিদিনই রেকর্ড আক্রান্তের সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। এ সংখ্যা এখন ৪ লাখ ১৪ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে আরও সোয়া লাখ মানুষ।

বৈশ্বিক মহামারি ভাইরাসটি মন্দায় ফেলে দিয়েছে বিশ্ব অর্থনীতিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা কখনো ঘটেনি। ভয়াবহ এ সংকটের কারণে চলতি বছর বিশ্ব অর্থনীতি ৫ দশমিক ২ শতাংশ সংকুচিত হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

করোনার এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে ভাইরাসটি তাণ্ডব চালিয়েছে গোটা ইউরোপে। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে আসলে নতুন হটস্পটে পরিণত হয় লাতিন আমেরিকা।

ভাল নেই দক্ষিণ এশিয়ার দেশুগুলোও। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ভারতে। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিদিনই রেকর্ড সংক্রমণ ও প্রাণহানি ঘটছে বাংলাদেশেও।

Share.