কিছুদিন ধরে আলোচনায় ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক ফেলিপে। পালমেইরাসে খেলা এই তরুণ স্ট্রাইকারকে কেনার প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছে রিয়াল মাদ্রিদ। কেবল বয়সের বাধার কারণে আটকে আছে তাঁর মাদ্রিদ–যাত্রা। তবে ইউরোপে এখনো না এলেও এনদ্রিকের ফুটবল–প্রতিভার খবর চাপা থাকেনি।
সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) অনূর্ধ্ব–২০ বছর বয়সী সেরা ফুটবলারের তালিকায় মনোনয়ন পেয়েছেন ১৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। শুধু কি তা–ই, এরই মধ্যে বিশ্বের ১০০ মূল্যবান ফুটবলারের তালিকায় ব্রাজিলে (ঘরোয়া) খেলা প্রথম ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন এনদ্রিক।
সম্প্রতি বিশ্বের মূল্যবান ফুটবলারদের এই তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ডের ফুটবল পরিসংখ্যানভিত্তিক স্বাধীন গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস)।
সিআইইএসের হিসাবে, বর্তমানে একশ ফুটবলারের তালিকায় ৬৫ নম্বর অবস্থানে রয়েছেন এনদ্রিক। তাঁর দাম এখন ৮ কোটি ২৭ লাখ ইউরো।
সিআইইএসের মূল্য বিবেচনায় এনদ্রিক ইউরোপিয়ান ফুটবলের তারকা আলফনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ), জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি) এবং ট্রেন্ট আলেক্সান্দার আরনল্ডের (লিভারপুল) চেয়েও এগিয়ে। এমনকি সাম্প্রতিক সময়ে উচ্চ দামে বিক্রি হওয়া মইজেস কাইসেদোর (১১ কোটি ৬০ লাখ ইউরোতে ব্রাইটন থেকে চেলসিতে গেছেন) চেয়েও এগিয়ে এনদ্রিক। ♦