একাধিক মহাদেশে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনায় মৃত্যুর সংখ্যাও কমছে বলে দাবি করেছে তারা।
আর এজন্য বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি ধীর গতিতে স্থিতিশীল অবস্থায় আসছে বলে দাবি করেছে হু।
সংস্থার প্রধান টেড্রস আধানম গতকাল সোমবার বলেন, ‘‘করোনা সংক্রমণ সব চেয়ে বেশি ছড়িয়েছিল আমেরিকা ও ইউরোপ— এই দুই মহাদেশে। কিন্তু সেখানে সংক্রমণ ও তার ফলে হওয়া মৃত্যু, দুইই কমছে। শুধু এই দুই মহাদেশ নয়, আরও অনেক জায়গায় ভাইরাসের প্রভাব কমতে দেখা যাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে মহামারী এবার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় আসতে শুরু করেছে।’’
যদিও গত সপ্তাহে বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হঠাৎ করে কিছুটা বেড়েছে। আধানম বলেন, ‘‘গত সপ্তাহে ৫৪ লাখের বেশি আক্রান্ত ও প্রায় ৯০ হাজার মৃত্যুর ঘটনা ঘটেছে। এই বৃদ্ধি মেনে নেওয়া যায় না।’’
বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত সপ্তাহে হঠাৎ এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি কয়েকটি দেশের কারণে হয়েছে। এর মধ্যে ভারতসহ এশিয়া মহাদেশের কয়েকটি দেশ রয়েছে। এই দেশগুলোয় করোনার দ্বিতীয় ঢেউ চলছে। ফলে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। যদিও কয়েক দিন পরে এসব দেশেও সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ♦