বিশ্বকাপ বাছাইয়ে কনমেবোল অঞ্চলের শীর্ষে ব্রাজিল

0

ক্ষিণ আমেরিকা (কনমেবোল) বিশ্বকাপ বাছাই পর্বে ৯ ম্যাচে ৯ জয়ের পর কলম্বিয়ার বিপক্ষে পয়েন্ট খোয়ায় ব্রাজিল। সেই ধাক্কা সামাল দিতে বেশি সময় লাগেনি সেলেকাওদের।

অক্টোবর পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর সঙ্গে ধরে রেখেছে কনমেবোল অঞ্চলের শীর্ষস্থান।

পুরো ম্যাচে অনবদ্য খেলা নেইমারের পা থেকে এসেছে এক গোল। জোড়া গোল করেন রাফিনিয়া। এক গোল এসেছে গাব্রিয়েল বারবোসার পা থেকে।

উরুগুয়ের পক্ষে এক গোল শোধ করেন লুই সুয়ারেজ।

ব্রাজিলের মানাউসে অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়েকে শুরু থেকে চেপে ধরে স্বাগতিক দল। গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ব্রাজিলের।

১০ মিনিটে উরুগুয়ের ডিফেন্সকে বোকা বানিয়ে বক্সে বল ছাড়েন ফ্রেড। ভেতরে থাকা নেইমার বল পেয়ে দুই ডিফেন্ডারকে ডজ দিয়ে ফাঁকি দেন উরুগুয়ে গোলকিপার ফার্নান্দো মুসলেরাকে। ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

উরুগুয়ে ধাতস্থ হওয়ার আগে আবারও গোল করে কোপা আমেরিকার ফাইনালিস্টরা। ১৭ মিনিটে বক্সে বিপজ্জনকভাবে বল নিয়ে ঢুকে যান নেইমার। তার শট মুসলেরা ফিরিয়ে দিলেও রিবাউন্ডে বল পেয়ে লিড বাড়িয়ে নেন রাফিনিয়া।

শুরুর ২০ মিনিটে জোড়া গোল পেয়ে যাওয়ায় অপ্রতিরোধ্য হয়ে ওঠে ব্রাজিল। বল পজেশনে রেখে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে উরুগুয়ের ডিফেন্সকে।

এর ফাঁকে রদ্রিগো বেন্তাকুর সুযোগ পান উরুগুয়েকে ম্যাচে ফেরানোর, কিন্তু বক্সে কিনারা থেকে নেয়া জোরালো শট লক্ষ্যে রাখতে পারেননি ইউভেন্তাসে খেলা এই মিডফিল্ডার।

বিরতির আগে পেনাল্টি বক্স থেকে করা নেইমারের ভলি ঠেকিয়ে দেন মুসলেরা। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফিরে আসার মোক্ষম সুযোগ পায় উরুগুয়ে। ফেদেরিকো ভালভের্দের পাস থেকে ৫৬ মিনিটে বল জালে জড়ান এদিনসন কাভানি।

অফসাইডের দোষে সে গোল বাতিল করে দেন রেফারি। অন্য প্রান্তে কাউন্টার অ্যাটাক থেকে পরের মিনিটে গোল আদায় করে নেয় ব্রাজিল।

গাব্রিয়েল জেসুসের লম্বা পাস মাঠের বাঁ প্রান্তে পেয়ে যান নেইমার। বক্সের দিকে কয়েক পা এগিয়ে বল ছাড়েন রাফিনিয়ার উদ্দেশে।

পাশে থাকা দুজন ডিফেন্ডারকে পাত্তা না দিয়ে চমৎকার প্লেসিং শটে ম্যাচভাগ্য নিশ্চিত করে দেন রাফিনিয়া। ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

২০ মিনিট পর উরুগুয়ের হয়ে এক গোল শোধ করেন লুইস সুয়ারেস। ফ্রি-কিক থেকে পাওয়া বলে শট নিয়ে ব্যবধান কমান অভিজ্ঞ এই স্ট্রাইকার।

ম্যাচের ৮৩ মিনিটে শেষ গোলটি হজম করে উরুগুয়ে। অ্যান্টনির কাছ থেকে আবারও বক্সের বাম দিকে বল পেয়ে যান নেইমার।

ফার পোস্টে ফাঁকা থাকা গাব্রিয়েল বারবোসার উদ্দেশে ক্রস ছাড়েন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। বারবোসা হেড করে লক্ষ্যভেদ করেন। সঙ্গে সঙ্গে গোলের বৈধতা দেননি রেফারি।

ভিডিও অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিয়ে, বারবোসা অফসাইড নেই নিশ্চিত হওয়ার পর গোলের স্বীকৃতি দেন তিনি।

৪-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এ জয়ে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষেই থাকল ব্রাজিল।

তাদের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে দুইয়ে রয়েছে আর্জেন্টিনা।

Share.