কভিড-১৯ মারাত্মক হওয়ায় রাজধানীর শাহজাহানপুরে লাভ শেয়ার বিডি বিনা খরচে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করছে। এছাড়া ১০ মে (২৭ রমজান) রাজধানীর বিশ্বরোডে ৫০০ পরিবারকে রান্না করা ইফতার উপহার দেবে চ্যারিটি সংগঠনটি।
লাভ শেয়ার বিডির বিনা খরচে অক্সিজেন সরবরাহ কার্যক্রমে দায়িত্বরত মৃধা ফয়সাল আহমেদ টিপু বলেন, প্রথমে আমরা তিনটি এলাকায় কার্যক্রম চালু করেছি। উত্তর শাহজাহানপুর ঝিল মসজিদ, দক্ষিণ খিলগাঁও ও খিলগাঁও বাগিচা বাসিন্দাদের জন্য এ অক্সিজেন ব্যাংক প্রস্তুত। এ তিনটি নম্বর 01718378721, 01721873198 ও 01715579366- এ কল করলে আমাদের ভলান্টিয়াররা উদ্যোগ নেবে। পর্যায়ক্রমে আমরা অক্সিজেন সিলিন্ডার বাড়িয়ে রাজধানীর অন্য এলাকায় এ কার্যক্রম শুরু করব।
সংগঠনটি রাজধানীর বিভিন্ন এলাকায় পবিত্র রমজানের প্রথম দিন থেকে শতাধিক পরিবারের বাড়িতে রান্না করা ইফতার উপহার পৌঁছে দিয়েছে। লকডাউনে রুটি রুজি হারানো বিপন্ন মানুষের জন্য এ কার্যক্রম বন্ধ থাকেনি।
লাভ শেয়ার বিডির স্লোগান ‘নিজেকে দিয়ে শুরু’। সংগঠনটি বিশ্বাস করে, দাতা ও গ্রহীতা বলে কিছু নেই। মানুষ শুধু পারে ভালোবাসা বিনিময় করতে। উপহার ও মানুষের পাশে দাঁড়ানো এ ভালোবাসা বিনিময়ের উদাহরণমাত্র। দু:সময় মানুষের জীবনে থাকে। একটু সাহায্য সহানুভূতির হাত বাড়িয়ে দিলে জীবনের খারাপ অবস্থা বদলে যেতে পারে। লাভ শেয়ার বিডি সে কাজটি করতে চায় নিজেদের মতো করে। বড় দাতাগোষ্ঠি বা রাষ্ট্র কারও ওপর নির্ভর না করে নিজেদের কিছু উদ্যোগে দেশ বদলে যেতে পারে বলে মনে করে সংগঠনটি।
লাভ শেয়ার বিডির রাজধানী শাখার অপারেশন ইনচার্জ (শাহজাহানপুর) কামরুল আলম বলেন, মানুষকে ভিক্ষাবৃত্তি থেকে বের করে সক্ষম করা আমাদের অন্যতম লক্ষ্য। এ জন্য সংগঠনের সীমিত সাধ্যে আমরা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছি। এখানে এখন সেলাই শিখছেন ৫ নারী। তাদের ৩ মাসের প্রশিক্ষণ দেয়া হবে যাতে তারা গার্মেন্ট শিল্পে কাজ করার মতো দক্ষতা অর্জন করেন। ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে দক্ষতা বাড়ানোর নানা কার্যক্রম চালু করতে চাই।
পরের কার্যক্রমগুলোয় প্রযুুক্তি প্রশিক্ষণ গুরুত্ব পাবে বলে জানান কামরুল আলম।
বলেন, ‘আমরা সবাইকে আহবান জানাই, লাভ শেয়ার বিডির কাজক্রমে যুক্ত হতে। জলবায়ু পরিবর্তন পরিস্থিতি মোকাবিলা ও পরিবেশ দূষণ প্রতিরোধে আমরা সামনের দিনে কাজ করার কথা ভাবছি। এছাড়া মহামারী শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রাম ও শহরে লাইব্রেরি, চলচ্চিত্র প্রদর্শনসহ সংস্কৃতি চর্চার পরিবেশ গড়ে তোলার কাজটিও লাভ শেয়ার বিডি করে যেতে চায়।’ ♦