বিদেশে শাখা খোলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ওয়ালটন করপোরেশন ইউনাইটেড স্টেটস অব আমেরিকার শেয়ার ক্রয় বাবদ পাঁচ লাখ ডলার বিনিয়োগ করবে। উত্তর আমেরিকাতে আমদানি, রপ্তানি ও সংগ্রহ পরিসেবা সরবরাহে কাজ করবে কোম্পানিটি।
এছাড়া ভারত, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়ায় বাজার সম্প্রসারণের জন্য শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে ওয়ালটনের পরিচালনা পর্ষদ।
বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে এ বিনিয়োগ করবে ওয়ালটন।
এদিকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৭৯ পয়সা, যা আগের বছর একই সময়ে পাঁচ টাকা ১৭ পয়সা ছিল। আর প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই ২০২০-মার্চ ২০২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ টাকা ১৪ পয়সা, আগের বছরের একই সময়ে ২৫ টাকা ৫৩ পয়সা ছিল। ৩১ মার্চ, ২০২১ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯১ টাকা ৫৯ পয়সা। এছাড়া প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫২ টাকা ৪২ পয়সা, আগের বছর একই সময়ে ছিল পাঁচ টাকা দুই পয়সা ছিল।
ওয়ালটন
স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে নিজস্ব ব্র্যান্ডের পণ্য বাজারজাতকরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী গ্লোবাল মডেলের রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ারকন্ডিশনার তৈরি করছে ওয়ালটন। সব পণ্য ওইএম-এর (অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স) আওতায় রপ্তানি হচ্ছে।
ফলে মহামারিতেও ইউরোপের জার্মানি, পোল্যান্ড, গ্রিস, তুরস্ক ইত্যাদি দেশে ওয়ালটন পণ্যের রপ্তানি বাণিজ্য দ্রুত সম্প্রসারণ হচ্ছে।
স্থানীয় বাজারে ওয়ালটনের রয়েছে দেড় শতাধিক মডেলের ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ ও বেভারেজ কুলার। দাম ১০,৯৯০ থেকে ৮০,৯০০ টাকার মধ্যে। আরো রয়েছে চোখ ধাঁধানো আকর্ষণীয় ডিজাইনের গ্লাস ডোর ও বিদ্যুত্ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির বিএসটিআই’র ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিংপ্রাপ্ত ডিজিটাল ডিসপ্লেসমৃদ্ধ সাশ্রয়ী মূল্যের ফ্রিজ। এসব ফ্রিজ স্ট্যাবিলাইজার ছাড়া নিশ্চিন্তে চলে। এ ছাড়া ইনভার্টার প্রযুক্তির ৫৬৩ লিটারের সাইড বাই সাইড গ্লাস ডোরের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর সব শ্রেণির গ্রাহকদের মাঝে সাড়া ফেলেছে।
সম্প্রতি ওয়ালটন বাজারে এনেছে ডিজিটাল ডিসপ্লেসমৃদ্ধ ‘সিক্সএনাইন’ সিরিজের ৬১৯ লিটারের ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ। অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ওই ফ্রিজ অভিজাত ক্রেতাদের মনযোগ কেড়েছে।
আন্তর্জাতিক মান যাচাইকারী সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটনের সব ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। ওয়ালটন ফ্রিজের রয়েছে বিএসটিআইয়ের ফাইভ স্টার এনার্জি এফিশিয়েন্সি রেটিং। ফ্রিজ উত্পাদন ও রপ্তানিতে ওয়ালটন অর্জন করেছে আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট।
বর্তমানে বাজারে রয়েছে ১৪ মডেলের সেমি অটোমেটিক ও অটোমেটিক টপ ও ফ্রন্ট লোডিং ওয়ালটন ওয়াশিং মেশিন। ৬ থেকে ১২.৫ কেজি পর্যন্ত ধারণক্ষমতার এসব ওয়াশিং মেশিনের দাম ৬,৯০০ থেকে ৪৮,০০০ টাকার মধ্যে। নগদ মূল্যের পাশাপাশি জিরো ইন্টারেস্টে ইএমআই ও ৯৯৯ টাকা ডাউনপেমেন্টে কিস্তি সুবিধায় কেনার সুযোগ রয়েছে। ওয়ালটন ওয়াশিং মেশিনে গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্সটলমেন্ট সুবিধা। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৬ সার্ভিস সেন্টার। ♦