টেলিযোগাযোগ খাতের নানা বিষয় নিয়ে নিয়মিত ফেসবুক লাইভে আসবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এ খাতের নানা সেবা নিয়ে সাধারণ মানুষের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা সরাসরি শোনার পাশাপাশি পরামর্শ দেবেন তিনি।
২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম লাইভ অনুষ্ঠিত হবে।
বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, প্রথমবারের মতো বিটিআরসির কোনো চেয়ারম্যান অফিসিয়ালি এভাবে কোনো ইস্যু নিয়ে ফেসবুক লাইভে আসছেন।
এবারের বিষয় ‘শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট’।
শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে বিটিআরসির সংশ্লিষ্ট লাইসেন্সি ও স্টেকহোল্ডারদের কার্যক্রম নিয়ে কথা বলবেন চেয়ারম্যান।
লাইভে প্রশ্ন নেয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে যে কেউ প্রশ্ন বা মতামত দিতে পারবেন।
বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেজে এ লাইভ হবে।
বিটিআরসির চেয়ারম্যানের এ ‘সোশ্যাল মিডিয়া’ লাইভকে বেশ ইতিবাচক হিসেবে নিচ্ছেন স্টেকহোল্ডার ও খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, এতে সাধারণ মানুষের সঙ্গে নিয়ন্ত্রণ সংস্থা প্রধানের সরাসরি মতবিনিময় খাতটির গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান বাড়াতে ভূমিকা রাখবে।
শ্যাম সুন্দর সিকদার
১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শ্যাম সুন্দর সিকদার ১৯৬০ সালে বৃহত্তর ফরিদপুর জেলার পূর্ব মাদারীপুরের নড়িয়া থানার লোনসিং গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে এটি শরিয়তপুর জেলার অন্তর্গত।
চাকুরিজীবনে তিনি প্রশাসনের নানা স্তরে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ উপজেলা ও জেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগ থেকে শ্যাম সুন্দর সিকদার ১৯৮১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর একাধিক কাব্য, গল্প, প্রবন্ধ, ভ্রমণকাহিনি ও ছড়ার বই রয়েছে। তথ্যপ্রযুক্তি বিষয়েও কয়েকটি বই লিখেছেন তিনি।
কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনী ও প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২০১৪ সালে নির্ণয় স্বর্ণপদক পেয়েছেন। একসময় অভিনয় ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।
তাঁর সাহিত্যকর্মের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ- জলে জলে সমুদ্র, অনাহারী অতিথি কাক, অন্তরে অন্তর টানে নিরন্তর, হৃদয়ে হৃদয়ে যুদ্ধ ইত্যাদি। প্রবন্ধগ্রন্থ- মা মাটি মানুষ, সমকালীন প্রসঙ্গ ইত্যাদি। ভ্রমণকাহিনী- জাপান: ভূমিকম্পের সঙ্গে সহাবস্থান, নীলনদের দেশে ইত্যাদি। মুক্তিযুদ্ধ- একাত্তরের জীবন ও যুদ্ধ। গল্পগ্রন্থ- ভালোবাসার নির্বাসন। ছোটদের ছড়ার বই- ইচ্ছেডানা। ♦