বিক্রয়-মিনিস্টার’র বিরাট হাট ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা

0

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ও অনলাইনে গবাদিপশু কেনাবেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কমের ফ্ল্যাগশিপ কোরবানি ক্যাম্পেইন “বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার” এর বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল ১৭আগস্ট একটি ওয়েবিনার সেশনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম এর কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন, বিক্রয় ডট কম এর কো-ম্যানেজিং ডিরেক্টর নাজ হুসাইন ও মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স কেএমজি কিবরিয়া।

সম্প্রতি অনলাইনে গবাদিপশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম ও মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড এবারের ঈদ-উল-আযহা উপলক্ষে এ নিয়ে ষষ্ঠবারের মতো বিরাটহাট (#BiratHaat2020) ক্যাম্পেইনটি পরিচালনা করে। এ বছর বিক্রয় গ্রাহকদের জন্য় ব্যতিক্রমধর্মী কনটেস্টের আয়োজন করেছে।

প্রতিযোগীরা বিক্রয়ের প্রচারিত কোরবানি স্পেশাল গানের সঙ্গে একটি ভিডিও তৈরি করে #BiratHaat2020 ক্যাপশন ব্যবহার করে তা ফেসবুক, টিকটক, অথবা ইউটিউবে শেয়ার করেন।

সারাদেশ থেকে গ্রাহক প্রতিযোগীদের মধ্য থেকে সর্বাধিক ভিউ ও লাইকের ভিত্তিতে ২২ বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাচ্ছেন রেফ্রিজারেটর, স্মার্ট এলইডিটিভি, মাইক্রোওয়েভসহ ৬ লাখ টাকার আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স।

প্রতিযোগিতার প্রথম ৩ বিজয়ীরা হলেন – তৌহিদা অনয়, এসএম জসিম উদ্দিন ও ফারহানা আফরিন।

বিক্রয় ডট কম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, “প্রতিবারের মতো এবারের বিক্রয় বিরাট হাট মানুষের কোরবানির ঈদে পশু কেনা-বেচার কাজ আরও সহজ করেছে। অন্যরকম ঈদকে আনন্দঘন করাই আমাদের প্রয়াস। গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা আনন্দিত। বিজয়ীরা যেন ঈদের পরেও তাদের আনন্দ ধরে রাখতে পারে তার জন্যই চমৎকার সব পুরস্কারের আয়োজন করেছি আমরা। গ্রাহকদের এমন বিপুল সাড়া আমাদের ভবিষ্যতে আরও নতুন কিছু নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করবে”।

বিক্রয়ডট কম এর কো-ম্যানেজিং ডিরেক্টর নাজ হুসাইন বলেন, “এবারের ভিন্নধর্মী বিরাট হাট (#BiratHaat2020) ক্যাম্পেইনে আমরা গ্রাহকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছি। কোরবানির ঈদ উপলক্ষে গ্রাহকদের চাহিদা প্রতিবছর বাড়ছে। এ বছর আমাদের সাইটে সাত হাজারের বেশি কোরবানির পশুর বিজ্ঞাপন ছিলো। প্রায় ১০০ সদস্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে তাদের খামারের পশুর বিজ্ঞাপন দিয়েছেন এবং বিক্রয় থেকে এ বছর কোরবানির মৌসুমে তিন হাজারের বেশি পশু বিক্রি হয়েছে”।

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন্স কেএমজি কিবরিয়া বলেন, “এমন একটি চমকপ্রদ আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমাদের বেশ ভালো লাগছে। ঈদের নির্মল আনন্দকে আরেকবার ফিরিয়ে আনতে ক্যাম্পেইনে বিজয়ীদের জন্য আমরা এনেছি আকর্ষণীয় পুরস্কার। আমার বিশ্বাস, পছন্দের কোরবানি পশু আর সঙ্গে মিনিস্টারের হোম অ্যাপ্লায়েন্স গ্রাহকদের ঈদ আনন্দকে দীর্ঘায়িত করেছে। আমাদের ভবিষ্যতেও এরকম গ্রাহক-বান্ধব আয়োজনের সঙ্গে থাকার প্রচেষ্টা থাকবে”।

বিক্রয় ডট কম
দেশের চতুর্থ সেরা ব্র্যান্ড বিক্রয় ডট কম, যার মাসিক ভিজিটর ৩.৫ মিলিয়নের বেশি। এখানে রয়েছে নতুন ও ব্যবহৃত জিনিসের বিশাল সংগ্রহ, যা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার প্রয়োজনীয় বেচাকেনা সহজ করে দেয়। যানবাহন থেকে মোবাইল ফোন, বাসা, ল্যাপটপ, পোষা প্রাণী- এককথায় বিক্রয় ডট কমে আপনি সবকিছু বেচাকেনা করতে পারেন। যানবাহন, প্রপার্টি, চাকরি ও ইলেক্ট্রনিকসের বিশেষ সমাহার ছাড়াও এখানে রয়েছে আরও ৫০টি ভিন্ন ক্যাটাগরি। বিক্রয়ের আরেকটি সংযোজন হচ্ছে Doorstep Delivery। এটি মূলত একটি ই-কমার্স সেকশন যা, ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স শতভাগ নিরাপত্তার সঙ্গে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা উভয়ের সময় বাঁচায়। দেশজুড়ে লাখো ক্রেতা-বিক্রেতা আর হাজারো ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত হয়ে বিক্রয় ডট কম বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেসে পরিণত হয়েছে।

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড বাংলাদেশের একটি বিশাল ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এসি, রেফ্রিজারেটর, এলইডি টিভি, ইন্টারনেট টিভিসহ অসংখ্য ইলেকট্রনিকস হোম অ্যাপ্লায়েন্স পণ্য প্রস্তুত করে থাকে।

Share.