বিকাশ দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোনভিত্তিক টাকা স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান। এটি দেশে লেনদেনের সবচেয়ে দ্রুত ও নিরাপদ মাধ্যম। সেন্ড মানি, অ্যাড মানি, পে বিল, মোবাইল রিচার্জ ও পেমেন্টসহ লাইফ সিম্পল করার সব সার্ভিস রয়েছে বিকাশে।
এরই ধারাবাহিকতায় কোনো খরচ ছাড়া প্রিয় পাঁচ নম্বরে টাকা পাঠানোর সুযোগ দিচ্ছে বিকাশ। সম্প্রতি প্রতিষ্ঠানটির ফেসবুকের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্ট অনুসারে, তাদের ৫ কোটি গ্রাহকের সবার জন্য এ সুবিধা এনেছে বিকাশ- পাঁচ প্রিয় নম্বরে ফ্রি টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা।
করণীয়
* বিনা খরচে টাকা পাঠানোর জন্য গ্রাহককে বিকাশ অ্যাপ থেকে অথবা ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) সেট করতে হবে পাঁচ প্রিয় নম্বর (এজেন্ট বা মার্চেন্ট নম্বর নয়)। আর ওই নম্বরগুলোয় প্রতি মাসে বিনা খরচে সেন্ড মানি পাঠানো যাবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা।
* বিকাশ অ্যাপ ও ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) যেকোনো নম্বরে ১০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
* প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রিয় নম্বরগুলোয় সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
* প্রতি মাসে ২৫,০০০.০১ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রিয় নম্বরে লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।
* প্রিয় নম্বরে মাসিক লেনদেন ৫০,০০০ টাকার বেশি হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
* উপরে উল্লিখিত লিমিট অনুযায়ী, বর্ডার লেনদেনের ক্ষেত্রে, উচ্চতর চার্জ প্রযোজ্য হবে। যেমন একজন গ্রাহক ইতিমধ্যে ১ মাসে ২৪,৫০০ টাকা প্রিয় নম্বরে সেন্ড মানি করেছেন। এখন যদি তিনি একটি প্রিয় নম্বরে আরো ৬০০ টাকা পাঠাতে চান, (মোট ২৫,১০০ টাকা), তাহলে এ লেনদেনের জন্য ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে। একইভাবে একজন গ্রাহক ইতিমধ্যে ১ মাসে ৪৯,৫০০ টাকা প্রিয় নম্বরে সেন্ড মানি করেছেন। এখন যদি তিনি একটি প্রিয় নম্বরে আরো ৬০০ টাকা পাঠাতে চান, (মোট ৫০,১০০ টাকা), তাহলে এই লেনদেনের জন্য ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
প্রিয় ছাড়া অন্য নম্বরে সেন্ড মানি
* প্রতি মাসে প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বরে .০১ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি’র ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।
* প্রতি মাসে প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বর ২৫,০০০ টাকার বেশি যেকোনো পরিমাণ সেন্ড মানির ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
* উপরে উল্লিখিত লিমিট অনুযায়ী, বর্ডার লেনদেনের ক্ষেত্রে, ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে। যেমন একজন গ্রাহক ১ মাসে ইতিমধ্যে ২৪,৫০০ টাকা প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বরে সেন্ড মানি করেছেন। এখন যদি তিনি একটি আরো ৬০০ টাকা পাঠাতে চান, (মোট ২৫,১০০ টাকা), তাহলে এই লেনদেনের জন্য ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
গ্রাহকরা এ অফার উপভোগ করতে পারবেন পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত। ♦