দেশের ফ্রিল্যান্সাররা এখন থেকে তাদের প্রাপ্য মজুরি মোবাইল আর্থিক সেবা বিকাশের মাধ্যমে দেশে আনতে পারবেন। রিয়েল টাইমেই এ টাকা বিকাশে চলে আসবে। বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে বিকাশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এখন সারাবিশ্ব থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘পেওনিয়ার’-এর মাধ্যমে মুহূর্তেই বিকাশে ফ্রিল্যান্সারদের পেমেন্ট আসবে। দিনরাত ২৪ ঘণ্টা রিয়েল টাইমে এই সেবা আসার সুবিধা বিকাশমান ফ্রিল্যান্সিং সেক্টরে আরও গতিশীলতা আনবে ও দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহকে আরও বেগবান করবে।
আরও জানানো হয়, নতুন এ সেবার ফলে বিকাশ অ্যাপের রেমিট্যান্স আইকন থেকে সহজেই নতুন পেওনিয়ার অ্যাকাউন্টের নিবন্ধন করতে পারবেন গ্রাহকরা।
যাদের এরই মধ্যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, তারাও নিজেদের বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করে নিতে পারবেন। অ্যাকাউন্ট সংযুক্ত হয়ে গেলে ফ্রিল্যান্সাররা তাৎক্ষণিকভাবে তাদের পেমেন্ট বিকাশ অ্যাকাউন্টে আনতে পারবেন। বিকাশ থেকেই পেওনিয়ার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করারও সুযোগ থাকবে। এ সেবা পেওনিয়ার, ব্র্যাক ব্যাংক ও বিকাশ যৌথভাবে দেবে বলে জানানো হয়।
বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন। তিনি এ উদ্যোগকে সাধুবাদ জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ফ্রিল্যান্সাররা এখন থেকে ঝামেলাবিহীনভাবে টাকা দেশে আনতে পারবেন। এ উদ্যোগের ফলে দেশে আরও ফ্রিল্যান্সার তৈরি হবে।’
অনুষ্ঠানে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, পেওনিয়ারের রিজিওনাল সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রোহিত কুলকার্নি ও চিফ রেভিনিউ অফিসার রবার্ট ক্লার্কসন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এবং বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীর সংযুক্ত ছিলেন।
নতুন এ সেবা চালু উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাশে সর্বোচ্চ পেমেন্ট গ্রহণকারী ফ্রিল্যান্সারকে একটি করে মোবাইল ফোন পুরস্কার দেয়া হবে।
ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক একবারই এ পুরস্কার পাবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে এক বা একাধিক ট্রানজেকশনে বিকাশ অ্যাকাউন্টে আসা অর্থের পরিমাণ দিনে ১৫ হাজার টাকার বেশি হতে হবে।
নতুন সেবা চালু হওয়া উপলক্ষে প্রতিবার পেওনিয়ার থেকে বিকাশে লেনদেনে দুই শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। ১০ মার্চ পর্যন্ত এই সুবিধা উপভোগ করতে পারবেন ফ্রিল্যান্সাররা। ♦