বিএসইসি-ইউসিবি স্টক ব্রোকারেজের পৃষ্ঠপোষকতায় দুবাইয়ে রোড-শো চলছে

0

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজনে দুবাইয়ে গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পুঁজিবাজারের উন্নয়নে প্রবাসী বিনিয়োগকারী (এনআরবি) ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে “দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস” শীর্ষক ৪ দিনব্যাপী রোড-শো শুরু হয়েছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) মালিকানাধীন সহায়ক সংস্থা ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড রোড-শোটি স্পনসর করেছে। রোড শো টি শুক্রবার (১২ ফেব্রুয়ারি ২০২১) পর্যন্ত চলবে।

রোড-শোয়ে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলাম। তিনি ব্যাংকখাতে দীর্ঘকাল ধরে বিদ্যমান ম্যাচিউরিটি মিসম্যাচ সমস্যা সমাধানের জন্য দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের জন্য পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বাজারের ঝুঁকিপূর্ণ প্রকৃতির উপর জোর দিয়েছেন ও পুঁজিবাজার থেকে টেকসই রিটার্নের জন্য গবেষণাসহ পেশাদার বিনিয়োগ পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছেন।

বিএসইসি চেয়ারম্যান বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশীদের (এনআরবি) ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন ও উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী, এমপি। তিনি পুঁজিবাজারের ঝুঁকিপূর্ণ প্রকৃতির বিষয়ে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। যথাযথ গবেষণা ও শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ পদ্ধতির প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। মন্ত্রী বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন ও কমিশনকে তাদের নানা নতুন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। করোনাকালে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশীদের ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। তিনি বর্তমান সরকারের পাশাপাশি নতুন কমিশনকে পুঁজিবাজারে নিয়মকানুনের কঠোর বাস্তবায়নে সাফল্য অর্জনে তাদের নিরলস প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আইডিএলসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ খান। তিনি বাংলাদেশের অর্থনীতি ও পুঁজিবাজারের একটি প্রেক্ষাপট আলোচনা করেন। এ ছাড়া তিনি গুজব এড়ানোর পাশাপাশি উন্নত করপোরেট প্রশাসন ও খ্যাতনামা প্রতিষ্ঠানে বিনিয়োগ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত পাশা একটি প্রেজেন্টশনে প্রবাসী বাংলাদেশী (এনআরবি) বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ পদ্ধতি ও প্রণোদনের বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি ঘোষণা দেন, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড ১২ ফেব্রুয়ারি দুবাইয়ে একটি ডিজিটাল বুথ চালু করবে, যা দেশের বাইরে প্রথম ডিজিটাল বুথ হিসেবে গণ্য হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিএসইর পরিচালক অধ্যাপক মোঃ মাসুদুর রহমান ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান।

প্রশ্নোত্তর পর্বে প্যানেলিস্ট ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুব উল আলম, বিএমবিএর সভাপতি সৈয়দুর রহমান, ডিএসইর সিওও, ডিএসই এম শাইফুর রহমান মজুমদার, মিডওয়ে সিকিওরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আশেকুর রহমান, লঙ্কা সিকিউরিটিজের সিইও ও ডিরেক্টর খন্দকার সাফাত রেজা।

বিএসইসি চেয়ারম্যান অনলাইন অ্যাকাউন্ট খোলার পোর্টাল উদ্বোধন করেন, যার মাধ্যমে প্রবাসীরা সহজে অ্যাকাউন্ট খুলতে পারবে।

অনুষ্ঠানে কমিশনার খোন্দকার কামালুজ্জামানসহ বিএসইসির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী, পরিচালক ড মোঃ জোনায়েদ শফিক, পরিচালক বশির আহমেদ, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও শেখ মোহাম্মদ রাশেদুল হাসানসহ আরেক সিইও তানজিম আলমগীর ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা রোড-শোয়ে অংশ নিয়েছেন।

দুবাইয়ের নানা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরাও এ রোড শোয়ে উপস্থিত ছিলেন।

দুবাইয়ের পার্ক হায়াতের ক্রিক বলরুমে রোড-শোটি অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী দিনে দুটি পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বটির শিরোনাম ছিল “ইনভেস্টর সামিট (এনআরবি): বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট”। ওই পর্বে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগগুলো সম্পর্কে প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারীরা পরিচিত হয়েছেন।

বিদেশী বিনিয়োগকারীদের আবেদন সৃষ্টির লক্ষ্যে বিকেলে একই ধরণের আয়োজন করা হয়। এ রোড-শো বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশী ও এনআরবি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শোয়ের শেষ দিন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড বাংলাদেশের বাইরে প্রথম বিদেশি ডিজিটাল বুথ চালু করবে। এটি উদ্বোধন করবেন বিএসইসি চেয়ারম্যান। কমিশনের অন্যতম নতুন উদ্যোগ এ ডিজিটাল বুথ।

Share.